TRENDING:

Day out Trip: নদী, জলরাশি, সবুজের সমারোহ...আপনার একদিনের গন্তব্য হোক কলকাতার কাছেই 'এই' জায়গা, ঘুরে আসুন

Last Updated:
Day out Trip: এই জায়গায় কোনওরকম ভিড় নেই, নেই শহরের কোলাহল। ফলে আপনি নির্ভেজালভাবে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। ছোট বাচ্চাদের জন্যও এটি এক আদর্শ স্থান নদী, পাখির ডাক আর সবুজে মোড়া পরিবেশ তাদেরও আনন্দ দেবে।
advertisement
1/6
নদী, জলরাশি, সবুজের সমারোহ...আপনার একদিনের গন্তব্য হোক কলকাতার কাছেই 'এই' জায়গা, ঘুরে আসুন
*কর্মব্যস্ত জীবনের একঘেয়েমির মাঝে একটু স্বস্তি খোঁজেন না, এমন মানুষ কমই আছেন। শহরের কোলাহল, ধোঁয়া-ধুলো আর নিরন্তর দৌড়ঝাঁপের ফাঁকে মাঝে মাঝে মন চায় প্রকৃতির কোলে হারিয়ে যেতে। কিন্তু সময়ের অভাবে অনেকেই তা আর হয়ে ওঠে না। তবে আপনার জন্য রয়েছে এক অপূর্ব সমাধান, কলকাতার একদম কাছেই, মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থিত এক শান্ত, নিরিবিলি অথচ মন ছুঁয়ে যাওয়া স্থান কুলটি লকগেট, যা অবস্থিত উত্তর ২৪ পরগণার হাড়োয়া-মিনাখাঁ এলাকার বিদ্যাধরী নদীর তীরে।
advertisement
2/6
*এই কুলটি লকগেট ঘিরে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। বিদ্যাধরী নদী এবং বাগজোলা খালের সংযোগস্থলে তৈরি এই জলাধার থেকে নিরন্তর জলের গর্জন যেন প্রকৃতির এক ছন্দে আপনাকে শিহরণে ভরিয়ে তুলবে। লক গেটের ওপর দাঁড়িয়ে নদীর দিগন্ত বিস্তৃত দৃশ্য আর সেই সঙ্গে ঝর্ণার মতো ছুটে চলা সাদা ফ্যানার জলরাশি এক মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে।
advertisement
3/6
*শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এখানে রয়েছে পিকনিক করারও আদর্শ পরিবেশ। বিশেষ করে শীতকাল এলে এখানে অনেকেই পরিবার-পরিজন বা বন্ধুদের সঙ্গে ছুটে আসেন এক দিনের আনন্দ ভ্রমণে। খোলা আকাশ, ঠান্ডা হাওয়া আর জলের শব্দ—সব মিলিয়ে কুলটি লক গেট হয়ে ওঠে এক উপভোগ্য গন্তব্য।
advertisement
4/6
*রাস্তাঘাটও বেশ মনকাড়া। কোলকাতা থেকে বেরিয়ে সবুজ গাছের সারি আর মাছের ভেড়ি ঘেরা আঁকাবাঁকা পথ ধরে যেতে যেতে আপনি যেন প্রবেশ করবেন এক ভিন্ন জগতে। দু’পাশে ছড়িয়ে থাকা জলকর আর নোনা মাটির সুবাসে মিলেমিশে এক অপূর্ব গ্রামবাংলার অভিজ্ঞতা হবে আপনার সঙ্গী।
advertisement
5/6
*এই স্পটে কোনওরকম ভিড় নেই, নেই শহরের কোলাহল। ফলে আপনি নির্ভেজালভাবে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। ছোট বাচ্চাদের জন্যও এটি এক আদর্শ স্থান—নদী, পাখির ডাক আর সবুজে মোড়া পরিবেশ তাদেরও আনন্দ দেবে।
advertisement
6/6
*সব মিলিয়ে এই ছুটিতে যদি সময় কম থাকে, তবু মন চায় কোথাও ঘুরতে যেতে—তাহলে একদিনের জন্য ঘুরে আসুন বিদ্যাধরীর তীরে সবুজ ঘেরা এই শান্ত কুলটি লকগেট থেকে। নির্ঝঞ্ঝাটে প্রকৃতি আপনাকে হাতছানি দিচ্ছে, শুধু বেরিয়ে পড়লেই হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Day out Trip: নদী, জলরাশি, সবুজের সমারোহ...আপনার একদিনের গন্তব্য হোক কলকাতার কাছেই 'এই' জায়গা, ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল