advertisement
1/6

প্রেমের সম্পর্ক খুবই সুন্দর৷ কিন্তু সেই সম্পর্ক ততদিনই সুন্দর যতদিন তা দুজনের কাছেই উপভোগ্য থাকে৷ বয়ফ্রন্ডকে ভালবাসেন ঠিকই, কিন্তু সেই ভালবাসা জাহির করতে গিয়ে যদি ঘ্যানঘ্যানে হয়ে পড়েন অতিরিক্ত তাহলে কিন্তু ভুল করছেন৷ এভাবে কোনও দিনই সম্পর্ক ভাল থাকে না৷ যদি এই অভ্যাসগুলো থাকে আপনার তাহলে এখনই সাবধান হয়ে যান৷
advertisement
2/6
আপনি কি সারাদিনই কারণে, অকারণে বয়ফ্রেন্ডকে ফোন করে যেতে থাকেন? বয়ফ্রেন্ড ব্যস্ত থাকলেও ক্রমাগত টেক্সট করেন, উত্তর না পেলে রেগে যান? তাহলে আপনি অত্যন্ত ঘ্যানঘ্যানে প্রেমিকা৷
advertisement
3/6
আপনি কি খুবই সন্দেবাতিক? বয়ফ্রেন্ডকে ক্রমাগত প্রশ্নে জর্জরিত রাখেন? বয়ফ্রেন্ডের সোশ্যাল মিডিয়া, ফোন, ট্যাব চেক করেন বা পিছু নেন? তাহলে আপনার সম্পর্ক বেশি দিন টিকবে না৷
advertisement
4/6
আপনি কি সব সময়ই বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে চান? বেরোতে চান? একসঙ্গে সময় কাটানো খুবই জরুরি, কিন্তু যদি ভাবেন বয়ফ্রেন্ড জীবনের অন্যদিক সব দিক ভুলে শুধু আপনাকেই সময় দেবেন, সব সময় আপনার সঙ্গেই থাকবে তাহলে কিছুদিনের মধ্যেই উনি বিরক্ত হয়ে উঠবেন আপনার ওপর৷
advertisement
5/6
আপনার জীবন কি পুরোটাই বয়ফ্রেন্ডকেন্দ্রিক হয়ে উঠেছে? নিজের পরিবার, বন্ধু-বান্ধব সব গুরুত্ব হারিয়েছে আপনার কাছে? বয়ফ্রেন্ড বন্ধু, পরিবারকে সময় দিলেও আপনি বিরক্ত হয়ে ওঠেন? তাহলে অচিরে এই অভ্যাস বদলান৷
advertisement
6/6
আপনি কি বয়ফ্রেন্ডের বন্ধু, পরিবারের সঙ্গে আলাপ করানোর জন্য অনবরত ঘ্যানঘ্যান করতে থাকেন? যেকোনও পারিবারিক অনুষ্ঠান, পরিকল্পনার অংশ হতে চান৷ সব সম্পর্কই পরের স্তরে নিয়ে যাওয়ার নিজস্ব সময় থাকে৷ এমনটা করে ঘ্যানঘ্যান করবেন না৷এতে অযথা চাপ পড়বে বয়ফ্রেন্ডের ওপর৷