হু হু করে বাড়ছে কন্ডোমের বিক্রি, টিকাকরণের পরেই কী Sex-এ আগ্রহ বাড়ছে? কী বলছে সমীক্ষা
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
করোনা (Coronavirus) মানুষের যে স্বাভাবিক যৌন জীবন (Sex Life) কেড়ে নিয়েছিল, বিভিন্ন দেশে টিকাকরণ (Vaccination) শুরু হতেই সেই ভয় থেকে মুক্ত হয়েছেন মানুষ। ফলে কন্ডোমের (Condom) বিক্রিও প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ।
advertisement
1/5

• গত বছর বিশ্ব-জুড়েই কন্ডোমের বিক্রি প্রায় তলানিতে ঠেকেছিল । কিন্তু সম্প্রতি ফের হু হু করে বাড়ছে কন্ডোমের চাহিদা । করোনা মানুষের যে স্বাভাবিক যৌন জীবন কেড়ে নিয়েছিল, বিভিন্ন দেশে টিকাকরণ শুরু হতেই সেই ভয় থেকে মুক্ত হয়েছেন মানুষ। আর তার ফলেই কন্ডোমের বিক্রিও প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে গত বছরের তুলনায় ।
advertisement
2/5
• এক বিশ্ব কন্ডোম বিক্রেতা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, চিনে, আমেরিকা ও ইউরোপে বিপুল হারে বেড়েছে কন্ডোমের বিক্রি । গত বছর এই সময় মারাত্মক হারে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছিল । বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করেছিল । ফলে মানুষের মধ্যে যাতায়াত, মেলামেশাও কমে গিয়েছিল ।
advertisement
3/5
• বিশেষ করে ইতালি, ব্রিটেন, আমেরিকায় ভয়ঙ্কর আকার ধারণ করেছিল কোভিড । ফলে ওই সব দেশে কন্ডোমের চাহিদা প্রায় ছিল না বললেই চলে ।
advertisement
4/5
• সে সময় বাড়ির বাইরে বেরচ্ছিলেন না কেউ । সামাজিক দূরত্ব বজায় রেখে মেলামেশা করছিলেন । তাই বাড়ি মধ্যে ছাড়া বাইরের কারও সঙ্গে যৌন সংসর্গ করা সম্ভব হয়নি সে সময় । এ বছর পশ্চিমী দেশ গুলিতে করোনার বাড়বাড়ন্ত অনেকটাই কম । প্রায় করোনা-মুক্ত বলে স্বীকৃত হয়েছে তারা । অনেক দেশেই মাস্ক পরা এখন আর বাধ্যতামূলক নয় । ফলে আগের মতোই অবাধ মেলামেশা করতে পারছেন নাগরিকরা ।
advertisement
5/5
• আর এর ফলস্বরূপ কন্ডোম, লুব্রিক্যান্ট আর সেক্স টয়ের বিক্রি বেড়েছে লাফিয়ে লাফিয়ে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/Relationship/
হু হু করে বাড়ছে কন্ডোমের বিক্রি, টিকাকরণের পরেই কী Sex-এ আগ্রহ বাড়ছে? কী বলছে সমীক্ষা