Raw Mango Benefits: নুন দিয়ে কাঁচা আম খেলে কী হয়? কোন কোন রোগে কাজে দেয়? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Raw Mango Benefits : কাঁচা আম অনেকেই খেতে ভালবাসেন! ডালে দিয়েও খাওয়া যায়! কিন্তু এই আম খাওয়া কী উচিত? জানুন
advertisement
1/11

বৈশাখে নতুন বছরে বাজারের শোভা বাড়িয়ে তোলে কাঁচা আম। আমের মুকুলের ঘ্রাণের পর এই কাঁচা আমের স্বাদ আমাদের এনে দিতে পারে স্বস্তি।
advertisement
2/11
কাঁচা আম কিন্তু ভিন্ন স্বাদে আমের শরবত, চাটনি, আম দিয়ে ডাল সহ একাধিক পদ করে খাওয়া হয়। তবে কাঁচা আম স্বাস্থ্যের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
advertisement
3/11
কাঁচা আমে চিনির পরিমাণ কম থাকে! ফলে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ডায়াবেটিস রোগীরা খেতে পারেন কাঁচা আম। photo source collected
advertisement
4/11
ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ কাঁচা আম হার্ট সুস্থ রাখে। এই দুটি উপাদান রক্তপ্রবাহ ঠিক রাখার পাশাপাশি হার্টও সুস্থ রাখে। এছাড়া আমে ম্যাঙ্গিফেরিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে, যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী। ইমিউনিটি বাড়ায়।photo source collected
advertisement
5/11
কাঁচা আমে থাকা ভিটামিন ও খনিজগুলো রক্তনালি রিল্যাক্স করতে সাহায্য করে, যার ফলে হাই-প্রেশার নিয়ন্ত্রণে থাকে।photo source collected
advertisement
6/11
ভিটামিন সি, ভিটামিন-ই এবং একাধিক অ্যান্টি-অক্সিডেন্ট থাকে কাঁচা আমে। এসব উপাদান শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায়, পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়!photo source collected
advertisement
7/11
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখতে ডিটক্সিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা আমের মধ্যে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে।photo source collected
advertisement
8/11
শুধু তা-ই নয়, কাঁচা আম খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে অবদান রাখে। কাঁচা আমে খুব কম ক্যালরি থাকায় ওজন কমাতে সাহায্য করে। এতে ফ্যাট, কোলেস্টেরল ও চিনিও কম থাকে। সুতরাং যারা ওজন কমাতে চান তারা ডায়েটে রাখতেই পারেন কাঁচা আম।photo source collected
advertisement
9/11
কাঁচা আম চোখের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা লুটেইন ও জিয়াজ্যান্থিন উপাদান চোখের রেটিনার স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
advertisement
10/11
কাঁচা আম পরিপাকে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। গরমে অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদ হজমের সমস্যা দূর করতেও কার্যকরী এই কাঁচা আম।
advertisement
11/11
গরমে ঘামাচি অন্যতম সমস্যা। অতিরিক্ত ঘরমে অনেকের ত্বকে র্যাশ শ বা অ্যালার্জি দেখা দেয়। কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদান ঘামাচি থেকে বাঁচতে সাহায্য করে। তবে এটি অতিরিক্ত খাওয়া যাবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Raw Mango Benefits: নুন দিয়ে কাঁচা আম খেলে কী হয়? কোন কোন রোগে কাজে দেয়? জানুন