Rasikbill Mini Zoo: পরিযায়ী পাখিদের ভিড়! বাংলার এই মিনি চিড়িয়াখানায় এসেছেন কখনও? না আসলেই মিস
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Rasikbill Mini Zoo: কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা এলাকায় রয়েছে কোচবিহার জেলার ছোট্ট একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকের মন খুব সহজেই আকর্ষণ করতে পারে।
advertisement
1/8

কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা এলাকায় রয়েছে কোচবিহার জেলার ছোট্ট একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার নাম
advertisement
2/8
এই চিড়িয়াখানাটি ছোট আকারের হলেও এখানে রয়েছে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। এই কেন্দ্রে ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে বেশ কয়েকটি ঘড়িয়াল।
advertisement
3/8
এই মিনি জু-এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য যে কোনও মানুষের মন সহজেই আকর্ষণ করতে পারে। শীতের মরশুমে এই মিনি জু-এর লেক বা জলাশয় মধ্যে প্রচুর পরিযায়ী পাখিদের আগমন ঘটে।
advertisement
4/8
এই পরিযায়ী পাখিদের দল প্রচুর পাখি প্রেমীদের মন সহজেই আকর্ষণ করে নেয়। প্রতি বছর শীতের মরশুমে প্রচুর পর্যটকদের আগমন ঘটে এই রসিকবিল মিনি জু-এর মধ্যে।
advertisement
5/8
রসিকবিল ছোট চিড়িয়াখনায় বর্তমান টিকিটের মূল্য রয়েছে বড়দের জন্য ২৫ টাকা এবং ছোটদের জন্য ১০ টাকা। এখানে গাড়ি কিংবা বাইক যে কোনও ভাবেই আসতে পারবেন।
advertisement
6/8
এখানে রয়েছে একটি বন বিড়াল। এছাড়াও এখানে বেশ কয়েক ধরনের পাখির পাশাপাশি সাপও রয়েছে। এছাড়াও রয়েছে চিতাবাঘ এবং বন বেড়াল।
advertisement
7/8
এই চিড়িয়াখানা কোচবিহার জেলার সৌন্দর্য্য আরোও অনেক গুণ বাড়িয়ে তুলেছে। কোচবিহারে ঘুরতে আসলে এই চিড়িয়াখানায় ঘুরতে আসা একদম মিস করা উচিত নয়।
advertisement
8/8
এই মিনি চিড়িয়াখানায় রয়েছে একটি চিতাবাঘ। যার জন্য এই চিড়িয়াখানার আকর্ষণ আরোও অনেক গুণ বেড়ে ওঠে সকেলর মধ্যে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rasikbill Mini Zoo: পরিযায়ী পাখিদের ভিড়! বাংলার এই মিনি চিড়িয়াখানায় এসেছেন কখনও? না আসলেই মিস