TRENDING:

Raisin vs Munakka: দোকান থেকে কিনে কিশমিস খাচ্ছেন না কি মুনাক্কা? ঠকছেন না তো? জানুন কোনটি উপকারী

Last Updated:
Raisin vs Munakka: দু'টো আসলে দেখতে অনেকটা একই রকম, আবার ইংরেজি নামও এক, রেজিন। এই দুইয়ের মধ্যে বেশ কিছু পার্থক্যও রয়েছে যা হয়তো অনেকেই জানেন না। সেগুলি কী কী জেনে নিন।
advertisement
1/8
দোকান থেকে কিনে কিশমিস খাচ্ছেন না কি মুনাক্কা? ঠকছেন না তো? জানুন কোনটি উপকারী
কাজু-কিশমিস-আমন্ড খেতে ভালবাসেন অনেকেই। অনেকেই শারীরিক কারণেও মিষ্টির বদলে কিশমিস খান। কিন্তু কিশমিসের বদলে দোকান থেকে মুনাক্কা কিনে খাচ্ছেন না তো? মুনাক্কা খেলেই বা শরীরে কী হয়? কোনটি বেশি উপকারী? (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
দু'টো আসলে দেখতে অনেকটা একই রকম, আবার ইংরেজি নামও এক, রেজিন। এই দুইয়ের মধ্যে বেশ কিছু পার্থক্যও রয়েছে যা হয়তো অনেকেই জানেন না। সেগুলি কী কী জেনে নিন।
advertisement
3/8
মুনাক্কা ও কিশমিসের সব থেকে প্রধান পার্থক্য হল আকারের। মুনাক্কা কিশমিসের থেকে আকারে বড়। এর ভেতরে বীজ থাকে ও এগুলি বাদামি রঙের হয়। আর কিশমিস আকারে ছোট হয় এবং এর ভেতরে বীজ থাকে না।
advertisement
4/8
এগুলো হালকা সবুজ ও বাদামি রঙয়ের হয় এবং এতে হল্দেটে দাগ থাকে। কিশমিস ও মুনাক্কা দু’টো খাওয়ারই অনেক উপকারিতা আছে। মুনাক্কা কিশমিসের তুলনায় বেশি মিষ্টি হয়। কিশমিসের স্বাদে তুলনামূলক ভাবে টক হয়। খেতে গিয়ে অবশ্য বোঝা যায় না কিন্তু এই টক ভাবই কিশমিস খেলে অ্যাসডিটির কারণ হয়।
advertisement
5/8
আর্য়ুবেদে কিশমিসের তুলনায় মুনাক্কাকে বেশি উপকারী বলা হয়। যদিও পুষ্টির নিরিখে কিশমিস ও মুনাক্কার মধ্যে উনিশ-বিশের পার্থক্য। তবে কিশমিস খেলে অ্যাসিডিটি হতে পারে কিন্তু মুনাক্কা অ্যাসিডিটি রোধ করে।
advertisement
6/8
মুনাক্কা জলে ভিজিয়ে খাওয়া যেতে পারে এটা যাদের বাতের সমস্যা রয়েছে তাদের জন্য উপকারী। তবে এক্সপার্টের পরামর্শ ছাড়া এটা না করাই উচিত। অনেক সময় মুনাক্কা খেলে পেট গরমও হয়।
advertisement
7/8
কিশমিস ও মুনাক্কা তৈরির পদ্ধতি একই তবে উপকরণ হয় আলাদা আলাদা। মুনাক্কা ভিতরে বীজ যুক্ত বড় আঙুর থেকে তৈরি হয়। আর কিশমিস ছোট আঙুর থেকে তৈরি হয়। মুনাক্কা ও কিশমিস বানানোর আগে আঙুর ফোটানো হয়। ফোটানোর সময় আঙুরের রঙ পরিবর্তন হতে শুরু হয়।
advertisement
8/8
ফোটানোর সময় যখন আঙুর রঙ বদলাতে শুরু করে তখন আগুন থেকে সরিয়ে আঙুরগুলো রোদে শুকোতে দেওয়া হয়। রোদে শুকোনোর সময় এই আঙুরগুলো উল্টে পাল্টে দেওয়া হয়। আঙুর শুকোতে কমপক্ষে ৩ থেকে ৫ দিন পর্যন্ত কড়া রোদ্দুরে শুকিয়ে নিতে হয়। এরপর এদের একত্রিত করে প্যাক করা হয়। মুনাক্কা ও কিশমিস চাইলে বাড়িতেও বানিয়ে ফেলা যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Raisin vs Munakka: দোকান থেকে কিনে কিশমিস খাচ্ছেন না কি মুনাক্কা? ঠকছেন না তো? জানুন কোনটি উপকারী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল