TRENDING:

Puja Fashion 2023: কিছু খেলেই লিপস্টিক উঠে যায়? এই এক উপায়ে পুজোয় ঘণ্টার পর ঘণ্টা রাঙা থাকবে ঠোঁট!

Last Updated:
Puja Fashion 2023: পুজোর বাকি আর কয়েকদিন। আর পুজোর সাজ একেবারেই সম্পূর্ণ হয় না লিপস্টিক ছাড়া। শাড়ি হোক কি ড্রেস লিপস্টিক চাই-ই-চাই।
advertisement
1/7
কিছু খেলেই লিপস্টিক উঠে যায়? এই এক উপায়ে পুজোয় ঘণ্টার পর ঘণ্টা রাঙা থাকবে ঠোঁট!
লিপস্টিক লাগানোর সময় মনে রাখতে হবে অল্প কিছু টিপস।
advertisement
2/7
তবে, কোনও লিপস্টিক সারাক্ষণ থাকে না। বারবার লাগাতে হয়। লিপস্টিক লাগানোর সময় মনে রাখতে হবে অল্প কিছু টিপস।
advertisement
3/7
প্রথমেই, চিনি আর নারকেল তেল দিয়ে ঠোঁট হালকা মালিশ করে নিন। এরপর লিপজেল লাগিয়ে নিন। চলে যাবে খসখসে ভাব।
advertisement
4/7
ঠোঁটের জন‍্য বিশেষ প্রাইমার পাওয়া যায়। যা ঠোঁটের রং অনেকক্ষণ স্থায়ী করে। এবং রংটাও সঠিকভাবে ফুটে উঠবে। এবার ঠোঁটের উপর ফাউন্ডেশন লাগান।
advertisement
5/7
এরপর যে লিপস্টিক লাগাবেন, তার সঙ্গে মানানসই রঙের লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশ এঁকে নিন। পাশাপাশি ঠোঁটের ভেতরের অংশটুকুও ভরে ফেলুন।
advertisement
6/7
এবার লিপস্টিক ব্যবহার করুন। লিপস্টিক লাগানোর পর টিস্যু পেপার দিয়ে হালকা চাপ দিন। টিস্যুর ওপর দিয়ে একটু পাউডার বুলিয়ে নিন ব্রাশের সাহায্যে।
advertisement
7/7
সব শেষে আবার এক কোট লিপস্টিক লাগিয়ে ফেলুন। এভাবে লিপস্টিক পরলে অনেকক্ষণ রং থাকবে ঠোঁটে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Puja Fashion 2023: কিছু খেলেই লিপস্টিক উঠে যায়? এই এক উপায়ে পুজোয় ঘণ্টার পর ঘণ্টা রাঙা থাকবে ঠোঁট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল