TRENDING:

Puimetuli to control Constipation & Piles: শাক নয়, ডায়াবেটিসে খান পুঁইলতার ‘গোল অংশও’! দুরন্ত শুক্রাণুর তেজ! সস্তায় তাড়ান কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস, ফিশ্চুলা

Last Updated:
Puimetuli to control Constipation & Piles:শীতকালে বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় পুঁইমেটুলি। আলাদা করে বিক্রি করা হয়। রকমারি রেসিপিতে রাঁধা যায় পুঁইমেটুলি। স্বাদের পাশাপাশি পুঁইমেটুলির স্বাস্থ্যগুণও প্রচুর। মূলত সবুজ, সাদা ও কালো রঙের হয় পুঁইমেটুলি। জানুন কেন পুঁইমেটুলি খাওয়া হয়।
advertisement
1/7
ডায়াবেটিসে খান পুঁইলতার ‘গোল অংশ’! বাড়বে শুক্রাণু-তেজ! সস্তায় সারান পাইলস
আমিষ নিরামিষ নানা পদে রকমারি স্বাদে খাওয়া যায় পুঁইশাক। এর স্বাদবাহার এবং উপকারিতার জন্য একে ‘শাকের রাজা’-ও বলা হয়। কিন্তু জানেন কি ডাল ও পাতার পাশাপাশি পুঁইলতার ফলও খুব উপকারী? পুঁইমাচায় হওয়া গোল গোল অংশই হল এর ফল বা বীজও। চলতি কথায় একে বলা হয় পুঁই মেটুলি।
advertisement
2/7
শীতকালে বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় পুঁইমেটুলি। আলাদা করে বিক্রি করা হয়। রকমারি রেসিপিতে রাঁধা যায় পুঁইমেটুলি। স্বাদের পাশাপাশি পুঁইমেটুলির স্বাস্থ্যগুণও প্রচুর। মূলত সবুজ, সাদা ও কালো রঙের হয় পুঁইমেটুলি। জানুন কেন পুঁইমেটুলি খাওয়া হয়। বলছেন পুষ্টিবিদ ও আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
3/7
শীতের আহারে পুঁইমেটুলি রাখলে দূর হয় কোষ্ঠকাঠিন্য। ফলে ফিশ্চুলা, হেমারয়েডের আশঙ্কাও কমে যায়। কোলন ক্যানসারের ভয়ও কাটে অনেকটাই।
advertisement
4/7
পুঁইমেটুলির গুণে রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ে না। এর ভিটামিন সি মেটাবলিক রেট বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে।
advertisement
5/7
পুঁইমেটুলির ফোলিক অ্যাসিড, জিঙ্ক, আয়রনের গুণে উজ্জ্বল থাকে ত্বক। বয়সের ছাপ পড়তে দেয় না। শুক্রাণুর গুণমান বাড়িয়ে তোলে পুঁইমেটুলির খাদ্যগুণ।
advertisement
6/7
পুঁইমেটুলির গুণে রক্তে শর্করার মাত্রা কম থাকে। এর গ্লাইসেমিক ইনডেক্সও কম। তাই ব্লাড সুগার রোগীদের ডায়েটে এই সবজি রাখতে ভুলবেন না।
advertisement
7/7
পুঁইগাছের বীজে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এর খাদ্যগুণে পালিয়ে যায় পাইলসের অসহ্য যন্ত্রণা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Puimetuli to control Constipation & Piles: শাক নয়, ডায়াবেটিসে খান পুঁইলতার ‘গোল অংশও’! দুরন্ত শুক্রাণুর তেজ! সস্তায় তাড়ান কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস, ফিশ্চুলা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল