Piles Remedy: 'পাইলস'-এর যন্ত্রণা? মলত্যাগের সময় রক্ত? এই খাবাগুলোই আসল 'ভিলেন',আজই খাওয়া ছাড়ুন, 'পাইলস' পালাবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Piles Remedy:ষ্টিবিদদের মতে, খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ আনলেই পাইলস-এর হাত থেকে মুক্তি পাওয়া যায়। পাইলস-এর মূল কারণ হল কোষ্ঠকাঠিন্য। পাইলস-এর জ্বালা থেকে মুক্তি পেতে কোন কোন খাবার খাবেন? কোন খাবার ভুলেও ছোঁবেন না? পড়ুন
advertisement
1/8

যাঁরা পাইলস-এ ভোগেন, তাঁরাই জানেন এই অসুখ কতটা যন্ত্রণার! নারকীয় ব্যথা, রক্তপাত! মলত্যাগ যেন আতঙ্ক! বেশিরভাগ ক্ষেত্রেই রোগের জটিলতা বাড়ার পর মানুষে চিকিৎসকের দ্বারস্থ হন। আর ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে!
advertisement
2/8
শুরুতেই সচেতন হন। পুষ্টিবিদদের মতে, খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ আনলেই পাইলস-এর হাত থেকে মুক্তি পাওয়া যায়। পাইলস-এর মূল কারণ হল কোষ্ঠকাঠিন্য। পাইলস-এর জ্বালা থেকে মুক্তি পেতে কোন কোন খাবার খাবেন? কোন খাবার ভুলেও ছোঁবেন না?
advertisement
3/8
পাইলস-এর রোগীরা দুধ ও দুগ্ধজাত খাবার যেমন পনির, চিজ খাবেন না। সাদা পাউরুটি খাওয়াও চলবে না। প্রয়োজন হলে হোল হুইট ব্রেড খান।
advertisement
4/8
পাইলস-এ রেড মিট যেমন পাঁঠার মাংস খাওয়া চলবে না। প্রক্রিয়াজাত মাংস যেমন হ্যাম, সসেজ, বেকন এড়িয়ে চলুন।
advertisement
5/8
বেশি ভাজাভুজি ও তেল-মশলাদার খাবার খাওয়াও বন্ধ করুন। বেশি নুন খাওয়াও চলবে না।
advertisement
6/8
পাইলস-এর সমস্যা মেটাতে প্রথমেই কোষ্ঠকাঠিন্য সারাতে হবে। কোষ্ঠকাঠিন্য রুখতে বেশি করে ফাইবার খেতে হবে। দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ ফল ও শাকসব্জি খান। পাতে রাখুন ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি আলু, বিট, টার্নিপ, গাজর, আলু, স্কোয়াস, বেল পেপার, শসার মতো সবজি। তরমুজ, আপেল, জাম, কলার মতো ফল।
advertisement
7/8
পাইলস-এর মোকাবিলায় শরীর আদ্র রাখুন। প্রচুর জল খান। পর্যাপ্ত জল শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে এবং কোষ্ঠ নরম করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা মেটায়।
advertisement
8/8
পাইলস রোধ করতে গোটা শস্য থেকে তৈরি বিভিন্ন খাদ্য খেতে পারেন। ঢেঁকিতে ছাঁটা চাল খেতে পারেন। বিভিন্ন প্রজাতির ডাল, কড়াইশুঁটি ও রাজমার মতো খাবার পাইলস রোগীদের জন্য আদর্শ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Piles Remedy: 'পাইলস'-এর যন্ত্রণা? মলত্যাগের সময় রক্ত? এই খাবাগুলোই আসল 'ভিলেন',আজই খাওয়া ছাড়ুন, 'পাইলস' পালাবে