Phalguni Amavasya 2024: রবিবার কত ক্ষণ থাকবে ফাল্গুনী অমাবস্যা? এই বিশেষ কাজেই আসবে পুণ্য, কাটবে বিপদ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Phalguni Amavasya 2024: সনাতনী প্রাচীন বিশ্বাস মতে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়
advertisement
1/9

ফাল্গুন মাসের অমাবস্যাকে বলা হয় ফাল্গুনী অমাবস্যা। সনাতনী প্রাচীন বিশ্বাস মতে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
advertisement
2/9
এ বছর ফাল্গুনী অমাবস্যা পালিত হবে ১০ মার্চ। অমাবস্যা তিথি শুরু হবে ৯ মার্চ, শনিবার সন্ধ্যা ৬.১৭ মিনিটে।
advertisement
3/9
ফাল্গুনী অমাবস্যা তিথি থাকবে ১০ মার্চ, রবিবার দুপুর ২.২৯ মিনিট পর্যন্ত।
advertisement
4/9
এই তিথিতে ভোরে ঘুম থেকে উঠে গঙ্গায় পুণ্যস্নান করা হয়।
advertisement
5/9
পিতৃপুরুষের উদ্দেশে যজ্ঞ করা হয়। মনে করা হয় এর ফলে পিতৃদোষ কেটে যায়।
advertisement
6/9
এই তিথিতে দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
advertisement
7/9
ফাল্গুনী অমাবস্যায় পাঠ করুন ধর্মগ্রন্থের অমৃতপাঠ। মনে করা হয় এতে পুণ্য অর্জনের পথ সুগম হয়।
advertisement
8/9
পিতৃদোষ কাটাতে এবং নেতিবাচক শক্তির কুপ্রভাব দূর করতে গায়ত্রীমন্ত্র পাঠ করতে পারেন।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Phalguni Amavasya 2024: রবিবার কত ক্ষণ থাকবে ফাল্গুনী অমাবস্যা? এই বিশেষ কাজেই আসবে পুণ্য, কাটবে বিপদ