Parama Ekadashi 2023: আজ পবিত্র পরমা একাদশী, এই বিশেষ কাজ করলে জীবন ভরে উঠবে অর্থ, সুখ ও সমৃদ্ধিতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Parama Ekadashi 2023: জেনে নিন এই পুণ্যতিথিতে কী কী করবেন, কী করবেন না
advertisement
1/9

আজ পবিত্র পরমা একাদশী। পুণ্যার্থীরা এই তিথিতে ভগবান বিষ্ণুর পুজো করেন।
advertisement
2/9
১১ অগাস্ট, শুক্রবার ভোর ৫.০৬ মিনিটে পরমা একাদশী তিথি শুরু হবে৷ এই তিথি থাকবে ১২ অগাস্ট, শনিবার সকাল ৬.৩১ মিনিট পর্যন্ত৷
advertisement
3/9
প্রচলিত বিশ্বাস, এই তিথিতে পালনীয় কিছু রীতি আছে। সেগুলি পালন করলে অর্থসম্পদ ও সমৃদ্ধিতে ভরে যায় জীবন। জেনে নিন এই পুণ্যতিথিতে কী কী করবেন, কী করবেন না।
advertisement
4/9
পরমা একাদশী তিথিতে ভোরে উঠে স্নান করেন পুণ্যার্থীরা। স্নান সেরে পুজোর কাজে বসেন তাঁরা।
advertisement
5/9
ঠাকুরঘর পরিষ্কার করে ভগবান বিষ্ণুর অর্চনা করা হয়। দেশি ঘিয়ে প্রজ্বলন করা হয় প্রদীপ। নতুন বস্ত্র ও ফুলে সাজানো হয় বিষ্ণুর বিগ্রহ এবং ছবি।
advertisement
6/9
প্রজ্বলিত ধূপকাঠি, বাড়িতে তৈরি মিষ্টান্ন, পাঁচরকম ফল, তুলসিপাতা এবং পঞ্চামৃত নিবেদন করা হয়। মন্ত্রোচ্চারণে আরাধনা করা হয় বিষ্ণুর।
advertisement
7/9
দিনভর উপবাসের পর পরমা একাদশী তিথি সমাপনে সাত্তিক আহার গ্রহণ করে উপবাস ব্রত ভঙ্গ করেন পুণ্যার্থীরা।
advertisement
8/9
এই তিথিতে দীনজনকে অন্ন, বস্ত্র ও ধনসম্পদ দান করলে পুণ্যার্জন করা হয় বলেই বিশ্বাস। এই দিনে সুরাপান এবং মাংস ভক্ষণ করা বাঞ্ছনীয় নয়।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Parama Ekadashi 2023: আজ পবিত্র পরমা একাদশী, এই বিশেষ কাজ করলে জীবন ভরে উঠবে অর্থ, সুখ ও সমৃদ্ধিতে