TRENDING:

Paneer Water to Control Indigestion: পালাবে গ্যাস অম্বল পেটফাঁপা কোষ্ঠকাঠিন্য! ছানা বা পনিরের জল রান্নায় দিন এভাবে

Last Updated:
Paneer Water to Control Indigestion: ছানার জল ভাল রাখে পেটের স্বাস্থ্য৷ গ্যাস, অম্বল, পেটফাঁপা, কোষ্ঠকাঠিন্য-সহ পেটের একাধিক সমস্যা দূর করে৷ এর পুষ্টিগুণ অ্যাকনে কমায়৷ চুলের বৃদ্ধি বজায় রাখে৷ ত্বকের টানটান ভাব ধরে রাখে
advertisement
1/9
পালাবে গ্যাস অম্বল পেটফাঁপা কোষ্ঠকাঠিন্য! ছানা বা পনিরের জল রান্নায় দিন এভাবে
আমরা অনেকেই বাড়িতে পনির বা ছানা তৈরি করি৷ তারপর পুষ্টিগুণে ভরা এই খাবার আমরা ব্যবহার করি নানা ভাবে৷ কিন্তু বেশির ভাগ সময়েই ফেলে দিই ছানা বা পনির তৈরির সময় পড়ে থাকা জল৷
advertisement
2/9
এই জল ফেলে দিয়ে আমরা অজান্তেই হাতছাড়া করি একাধিক পুষ্টিগুণ৷ প্রোটিনে ভরপুর পনিরের জল বা ছানার জল কাজে লাগে পেশিশক্তি যোগানে৷ পেশিশক্তি তৈরি এবং ওজন কমানোর কাজেও উপকারী ছানার জল৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
advertisement
3/9
ছানার জল ভাল রাখে পেটের স্বাস্থ্য৷ গ্যাস, অম্বল, পেটফাঁপা, কোষ্ঠকাঠিন্য-সহ পেটের একাধিক সমস্যা দূর করে৷ এর পুষ্টিগুণ অ্যাকনে কমায়৷ চুলের বৃদ্ধি বজায় রাখে৷ ত্বকের টানটান ভাব ধরে রাখে৷
advertisement
4/9
নানাভাবে ডায়েটে যোগ করতে পারেন ছানার জল৷ টকদই, ফলের সঙ্গে মিশিয়ে স্মুদি বানাতে পারেন৷ স্যুপে দিতে পারেন প্লেন জলের বদলে৷ তরকারিতেও দিতে পারেন৷
advertisement
5/9
ছানা বা পনিরের জলে বানাতে পারেন ভাত বা পোলাও৷ বাড়বে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ, দুই-ই৷
advertisement
6/9
আটা, ময়দা মাখা, ব্যাটার তৈরিতে ব্যবহার করতে পারেন ছানার জল৷ রুটি, পরোটা তৈরির সময় বাড়বে আর্দ্রতা৷ স্বাদে যোগ হবে টক মিষ্টি বৈশিষ্ট্য৷
advertisement
7/9
টম্যাটো বেসড সসের সঙ্গে ছানার জল মিশিয়ে ব্যবহার করুন ম্যারিনেশনে৷ মাংস, সবজি, পনির সবই এই সসে ম্যারিনেট করতে পারবেন৷
advertisement
8/9
পাউরুটি, মাফিন, পিজ্জা বেস, বান বা প্যানকেক তৈরির সময় মণ্ড বপানাতে সাধারণ জল বা দুধের বদলে ব্যবহার করুন ছানার জল৷
advertisement
9/9
বিভিন্ন ডাল, দানাশস্য রান্নায় দিতে পারেন ছানার জল৷ রান্নার আগে এই জলে ভিজিয়েও রাখতে পারেন ডাল৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Paneer Water to Control Indigestion: পালাবে গ্যাস অম্বল পেটফাঁপা কোষ্ঠকাঠিন্য! ছানা বা পনিরের জল রান্নায় দিন এভাবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল