Online Gaming Problem: দেদার অনলাইন গেম খেলছেন, বাড়ির শিশুটিও খেলছে, কত বড় সর্বনাশ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Online Gaming Problem: অনলাইন গেমিং শুধু বিনোদন নয়! বিপদ ও ডেকে আনতে পারে
advertisement
1/5

মুর্শিদাবাদ: বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেট আমাদের জীবনযাপনের অন্যতম প্রয়োজনীয় একটি মাধ্যম। এর সুফল এবং কুফল দুই থাকবে এও স্বাভাবিক। মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার পুলিশ এক বিশেষ বার্তা দেওয়া হল। পুলিশ জানিয়েছে, বিশেষ করে শিশু এবং যুবক এই দুই প্রজন্মের মধ্যে মোবাইল বা ল্যাপটপে অনলাইন গেমিংয়ের প্রতি ঝোঁক যেভাবে বাড়ছে তা চিন্তার ভাঁজ ফেলেছে পুলিশ থেকে অভিভাবক প্রত্যেকের কপালে।
advertisement
2/5
ইন্টারনেটের যুগে তরুণ-তরুণীরা থেকে শিশু সকলেই অনলাইন গেম খেলায় ব্যস্ত। আজই সাবধান হন না হলে ঘটতে পারে বড় ধরণের বিপদ। পুলিশ জানিয়েছে, অনলাইন গেম বিনোদনের জন্য চললেও এটা কর্মাশিয়াল জন্য এটা প্রচলিত আছে। অনেক কোম্পানি অনলাইন গেমের প্ল্যাটফর্ম তৈরি করে আজকে কাজ করে চলেছে। অনলাইন গেমের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে নজর রাখা উচিত। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
3/5
যেমন, যেকোন গেম অনলাইন গেম ইনস্টল করার সময় ট্রাস্টেড থেকে ইনস্টল করা উচিৎ। কোনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের গেমিং ইনস্টল করলে তাতে 'মেলওয়ার' থাকতে পারে। অর্থাৎ এই গেম যখন ইনস্টল করে গেম খেলছেন তখন ব্যাকগ্রাউন্ডে মোবাইলের বিভিন্ন ধরনের তথ্য সমস্ত কিছুই চুরি করতে পারে। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
4/5
এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে টাকা অবস্থান করছে তাও বের করে নিতে পারে। এটা দীর্ঘ সময় ধরে পাসবুক ও অ্যাকাউন্ট চেক না করা হলে লক্ষ লক্ষ টাকা গায়েব হতে পারে।
advertisement
5/5
পুলিশ এও জানিয়েছে, প্রাইজ মানি জেতার জন্য গেম খেলা হয়। আর প্রাইজ মানি পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হতে পারে। আপনার বিরুদ্ধেও যে কোনও আইনি নোটিশ আসতে পারে। Input Kaushik Adhikary
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Online Gaming Problem: দেদার অনলাইন গেম খেলছেন, বাড়ির শিশুটিও খেলছে, কত বড় সর্বনাশ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে