Coronavirus Third Wave|Omicron Variant: গবেষণায় চাঞ্চল্য! এই Blood Group-এ করোনা সংক্রমণের সম্ভাবনা প্রবল!
- Published by:Arjun Neogi
Last Updated:
Omicron|Coronavirus Third Wave|Coronavirus|Covid 19 Third Wave|Coronavirus in India: আগে থেকে সতর্ক থাকুন, কেননা সতর্ক থাকলেই সুস্থ থাকা যেতে পারে
advertisement
1/7

#কলকাতা: করোনা সংক্রমণ কমলেও পুরোপুরি চিন্তামুক্ত হওয়া যায়নি। মারণ ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়ান্ট এখনও আতঙ্কে ছড়াচ্ছে। আর এই দীর্ঘ সংক্রমণকালে একাধিক গবেষণা সামনে এসেছে। যা আমাদের বার বার ভাবতে বাধ্য করেছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য হল, রক্তের গ্রুপ ও করোনা সংক্রমণের সম্ভাবনা সংক্রান্ত এক গবেষণা। গবেষকদের দাবি, কয়েকটি বিশেষ ব্লাড গ্রুপের মানুষজনের ক্ষেত্রে করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। যদিও গবেষকদের একাংশ এই বিষয়টিকে অস্বীকার করেছেন। তাঁদের কথায়, রক্তের গ্রুপ ও করোনা আক্রান্ত হওয়ার মধ্যে কোনও সম্পর্ক নেই। তাহলে ঠিক কী বলছে এই নতুন গবেষণা? জেনে নেওয়া যাক বিশদে। প্রতীকী ছবি ৷
advertisement
2/7
সম্প্রতি, স্যার গঙ্গারাম হাসপাতালের (Sir Ganga Ram Hospital) তরফে প্রকাশিত একটি নতুন সমীক্ষায় দাবি করা হচ্ছে, A,B ও RH+ গ্রুপের মানুষজনের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে O,AB ও Rh- গ্রুপের মানুষজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। প্রতীকী ছবি ৷
advertisement
3/7
ফ্রন্টিয়ার্স ইন সেলুলার অ্যান্ড ইনফেকশন মাইক্রোবায়োলজি ( Frontiers in Cellular and Infection Microbiology) জার্নালে প্রকাশিত এই গবেষণা বলছে, B ব্লাড গ্রুপের মহিলাদের থেকে B ব্লাড গ্রুপের পুরুষদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি, ৬০ বছরের নিচে AB ব্লাড গ্রুপের মানুষজনেরও সংক্রমণের প্রবণতা বেশি। তবে রক্তের গ্রুপের সঙ্গে গুরুতরভাবে আক্রান্ত হওয়া বা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার তেমন কোনও সম্পর্ক খুঁজে পায়নি এই গবেষণা। প্রতীকী ছবি ৷
advertisement
4/7
এই বিষয়ে SGRH-এর ডিপার্টমেন্ট অফ রিসার্চের কনসালট্যান্ট রশ্মি রানা জানান, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস-2 (SARS-CoV-2) একটি নতুন ভাইরাস। তাই সংক্রমণের বিস্তারের উপর রক্তের গ্রুপগুলির কোনও প্রভাব রয়েছে কি না তা এখনও অস্পষ্ট। মূলত ABO ও Rh ব্লাড গ্রুপের ক্ষেত্রে করোনা সংক্রমণের বিস্তার, সম্ভাবনা, সুস্থ হওয়ার সময়কাল, মৃত্যুহারের সম্পর্ক নিয়ে গবেষণা করা হয়েছে। এক্ষেত্রে, A ও Rh+ ব্লাড গ্রুপের সুস্থতার সময়কাল দীর্ঘ। সেই তুলনায় O ও Rh- গ্রুপের মানুষজন দ্রুত সেরে ওঠে। প্রতীকী ছবি ৷
advertisement
5/7
তবে SGRH-র ডিপার্টমেন্ট অফ ব্লাড ট্রান্সফিউশনের চেয়ারপার্সন বিবেক রঞ্জনের কথায়, রক্তের গ্রুপ ও সংক্রমণের এই সম্পর্ক সুনিশ্চিত করতে আরও বিস্তর ও পুঙ্খানুপুঙ্খ গবেষণার প্রয়োজন রয়েছে। প্রতীকী ছবি ৷
advertisement
6/7
উল্লেখ্য, ২০২০ সালের ৮ এপ্রিল থেকে ৪ অক্টোবরের মধ্যে SGRH-এর চিকিৎসাধীন ২,৫৮৬ জন করোনা আক্রান্ত রোগীর উপর এই গবেষণা চালানো হয়। এদের মধ্যে A,B,O ও AB গ্রুপের মানুষজনের মধ্যে প্রবণতার হার যথাক্রমে ২৯.৯৩, ৪১.৮০, ২১.১৯ ও ৭.৯৮ শতাংশ। প্রতীকী ছবি ৷
advertisement
7/7
পরিসংখ্যান অনুযায়ী, মোট রোগীর প্রায় ৯৮.০৭ শতাংশই ছিল Rh+। এক্ষেত্রে O ও AB ব্লাড গ্রুপের আক্রান্ত হওয়ার প্রবণতা কম। কিন্তু, A ও B গ্রুপের মানুষজনের করোনা সংক্রমণের সম্ভাবনা তুলনামূলক বেশি। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Coronavirus Third Wave|Omicron Variant: গবেষণায় চাঞ্চল্য! এই Blood Group-এ করোনা সংক্রমণের সম্ভাবনা প্রবল!