Old Age Yoga: বয়সের সঙ্গে সঙ্গে পিঠে-কোমরে ব্যথা? এই সহজ যোগায় আরাম পাবেন নিমেষে
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যোগার ধরণেও বদল আনতে হবে। বয়স্কদের জন্য কোন-কোন ব্যায়াম উপকারী? পড়ুন
advertisement
1/7

শরীরকে সুস্থ এবং সচল রাখতে শরীরচর্চার কোনও বিকল্প নেই। তবে, বয়স বাড়লে শরীরচর্চার ধরন বদলে যায়।
advertisement
2/7
কম বয়সে যেই ব্যায়ামগুলি অনায়াসেই করা সম্ভব, বয়স বাড়লে সেই ব্যায়ামগুলি করার আগে দু’বার ভাবতে হয়। বুড়ো হাড়ে কোন ব্যায়াম কম ঝুঁকির, সেটা না জেনে শরীরচর্চা করলে সমস্যা হয়।
advertisement
3/7
যোগা ট্রেইনার তৃষিতা রায় জানান, কিছু ব্যায়াম বয়স্ক মানুষেরা সহজেই করতে পারেন। নিয়ম করে সেগুলি করা সম্ভব হলে কোনও বার্ধক্যের ব্যথা-বেদনা থাকবে না শরীরে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে।
advertisement
4/7
বয়স্কদের জন্য ভাল ব্যায়াম তাড়াসন। এই ব্যায়াম বেশ সহজ। দিনে দু’বার নিয়ম মেনে এই ব্যায়াম করলে নানা উপকার মেলে।
advertisement
5/7
বয়স্কদের জন্য উপকারী আসন ভুজঙ্গাসন। প্রথমে তিনবার করে করুন। পরবর্তী সময়ে কোন-ও শারীরিক অসুবিধা না হলে ৫ থেকে ৬ বার-ও করতে পারেন।
advertisement
6/7
বৃক্ষাসন বয়স্কদের পা এবং পেটের পেশীর জন্য উপকারী। এই আসন দিনে দু'বার করুন।
advertisement
7/7
নৌকাসন করলে পিঠের ব্যথা দূর হয় সহজেই, পিঠকে শক্তিশালী করে তোলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Old Age Yoga: বয়সের সঙ্গে সঙ্গে পিঠে-কোমরে ব্যথা? এই সহজ যোগায় আরাম পাবেন নিমেষে