Durga Puja Travel: মেঘ হাতে নিয়ে খেলা! এই গ্রামে পাহাড়-জঙ্গল প্রিয় বন্ধু, পুজোর ছুটিতে ঘুরে আসুন
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja Travel: এই গ্রামে হাতের কাছেই মেঘেরা উড়ে বেড়ায় ৷ ঘরের বারান্দা থেকে হাত বাড়িয়েই ছুঁতে পারবেন মেঘের দলকে । আবার কখনও মেঘ চলে যাবে ঘরের ভিতর দিয়ে ।
advertisement
1/8

*অনেক তো হল দার্জিলিং, টাইগার হিল, কালিম্পং কিংবা মিরিক। এবার আলো আঁধারি খেলা আর মেঘের হাতছানি যদি উপভোগ করতে হয় তাহলে যেতে হবে দার্জিলিংয়ের এই গ্রামে। গ্রামের নাম মাহালদিরাম। প্ররিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*দার্জিলিং পাহাড়ে অবস্থিত উত্তরবঙ্গের এই জায়গাটি হয়তো অনেকের কাছেই অজানা। গ্রামের নাম মাহালদিরাম। ঘরের বারান্দায় দাঁড়িয়ে হাত দিয়েই ছুঁতে পারবেন মেঘ, কখনও মেঘ হয়তো চলে যাবে আপনার ঘরের ভিতর দিয়ে। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*এখানে বারান্দায় দাড়িয়ে উপভোগ করতে পারবেন টি গার্ডেনের চা-পাতা তোলার দৃশ্য। একইসঙ্গে মেঘ, রোদ, পাহাড়, মোমো, ছোটোখাটো ট্রেকিং, প্রকৃতি, পাখি, অর্গানিক সবজি এবং অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এখানে। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*কাছেই আকাশ মিশেছে পাহাড়ের কোলে। আর সূর্যোদয়, সূর্যাস্তের মুহূর্ত যেন আরও নৈসর্গিক সৌন্দর্য বাড়িয়ে তোলে৷ সঙ্গে ঝিঁঝিঁ পোকার ডাক, পাহাড়ের বাতাসের গন্ধ। অপরূপ পরিবেশ মিটিয়ে দেবে আপনার সব ক্লান্তি। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে মাহালদিরামের দূরত্ব ৬২ কিমি। কার্শিয়াং থেকে ১২ কিমি। হিলকার্ট রোড ধরে কার্শিয়াং পেরিয়েই পৌঁছে যান দিলারাম মোড়। এখান থেকে ডান দিকে ঘুরে যান। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*দিলারাম থেকে মাহালদিরাম ১২ কিমি। এখানে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। তবে 'মাহালদিরাম সালামান্দার জঙ্গল ক্যাম্প' দারুন। যদিও এর নাম ক্যাম্প কিন্তু এটি একটি সুন্দর হোমস্টে, দু'তলা বাড়ি। থাকা-খাওয়া নিয়ে ২০০০ টাকা প্রতিজন হিসেবে নেওয়া হয়। তবে সিজন বুঝে দর ওঠানামা করে। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*পাহাড়ি গ্রামে ঘুরতে এসে পর্যটক বলেন, এখানে এলে এর প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধ হয়ে যাবেন সকলে। বর্ষার সময় আশেপাশে ঝরনা গুলো সুন্দর দেখায়। পুজোর ছুটিতে যদি একটু নিরিবিলিতে কাটাতে চান তাহলে এখানে একবার অবশ্যই আসতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*বাগোরা এবং চিমেনি মালদিরামের বেশ কাছাকাছি অবস্থিত। আর তাই চটকপুর, মংপু, লাটপঞ্চার, অহলদারা ও সিটং। আপনার যদি সময় থাকে তবে আপনি এই জায়গাগুলিকে ক্লাব করতে পারেন এবং একসঙ্গে ঘুরে আসতে পারেন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Travel: মেঘ হাতে নিয়ে খেলা! এই গ্রামে পাহাড়-জঙ্গল প্রিয় বন্ধু, পুজোর ছুটিতে ঘুরে আসুন