Weekend Trip: নির্জনতা-অ্যাডভেঞ্চার ভালবাসলে এই জায়গা আপনার জন্য পারফেক্ট, দিওয়ালির ছুটিতে চুটিয়ে ঘুরুন
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weekend Trip: জঙ্গল ক্যাম্পে থাকলে আপনি হয়তো সেই পাঁচতারা হোটেলের বিলাসিতা পাবেন না। কিন্তু যেটা পাবেন সেটা জন্মজন্মান্তরেও ভোলা যাবে না।
advertisement
1/8

*প্রাণভরা বুনকুলুং। এই বুনকুলুং শব্দটি আসলে একটি লিম্বু জনজাতির শব্দ। লিম্বু ভাষা অনুযায়ী বুন শব্দটির অর্থ ফুল এবং কুলুং এর অর্থ পাথর। অর্থাৎ পাথরের ফুল। এর নামটা খটোমটো লাগলেও জায়গাটা কিন্তু ফাটাফাটি। ফাইল ছবি।
advertisement
2/8
*মিরিক থেকে বেশ কাছেই। এটিকে মডেল গ্রাম হিসাবেও ধরা হয়। ঈশ্বর যেন নিজে হাতে এই গ্রামকে সাজিয়েছেন। পাহাড়, জঙ্গল, হরেক পাখির মেলা, নদী কী নেই এই গ্রামে। সবুজে সুবজ এই গ্রাম। যারা শহরের কোলাহল ছেড়ে একান্তে শান্ত পরিবেশ রাত্রি যাপন করতে চান তাদের জন্য আদর্শ ঠিকানা এটি। ফাইল ছবি।
advertisement
3/8
*জঙ্গল ক্যাম্পে থাকলে আপনি হয়তো সেই পাঁচতারা হোটেলের বিলাসিতা পাবেন না। কিন্তু যেটা পাবেন সেটা জন্মজন্মান্তরেও ভোলা যাবে না। একেবারে প্রকৃতির মাঝে তৈরি হয়েছে কটেজ। ঠিক তাঁবু নয়, কিন্তু তাঁবুর মতো অনুভুতি হবে আপনার। বালাসনের ধার বরাবর ট্রেকিংয়েরও ব্যবস্থা রয়েছে। কম উচ্চতার ট্রেকিং, সার্ভাইভাল ক্যাম্প, নেচার ক্যাম্পেরও সুযোগ রয়েছে। ফাইল ছবি।
advertisement
4/8
*এনজেপি থেকে মিরিক হয়ে বুনকুলুং (Bungkulung) মাত্র ৫০ কিমি। আপনি এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া না করেও আসতে পারেন। এতে টাকা অনেকটা সাশ্রয় হবে। ফাইল ছবি।
advertisement
5/8
*দার্জিলিং মোড় বা এনজেপি অথবা তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে আপনি শেয়ার গাড়িতে মিরিক আসতে পারেন। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে বুনকুলুং। দার্জিলিং থেকে মিরিক, সৌরিনী হয়েও বুনকুলুং আসা যায়। ফাইল ছবি।
advertisement
6/8
*বুনকুলুং জঙ্গল ক্যাম্পের অন্যতম কর্ণধার কল্যাণ রাই বলেন, " মানুষ এখন কংক্রিটের জঙ্গল ছেড়ে একটু সবুজের মাঝে কাটাতে চায়। তাই তাদের জন্য একটি আদর্শ জায়গা এই ক্যাম্প। মাত্র ১৫০০ টাকা খরচ করলেই তিন বেলা থাকা খাওয়া মিলে যাবে এখানে।" ফাইল ছবি।
advertisement
7/8
*এখানে মোট ৭ টি হোমস্টে রয়েছে। তবে জঙ্গল ক্যাম্পে থাকার মজাই আলাদা। জঙ্গল ক্যাম্পে থাকলে আপনি হয়তো সেই পাঁচতারা হোটেলের বিলাসিতা পাবেন না। কিন্তু যেটা পাবেন সেটা জন্মজন্মান্তরেও ভোলা যাবে না। একেবারে প্রকৃতির মাঝে তৈরি হয়েছে কটেজ। ঠিক তাঁবু নয়, কিন্তু তাঁবুর মতো অনুভুতি হবে আপনার। ফাইল ছবি।
advertisement
8/8
*বালাসনের ধার বরাবর ট্রেকিংয়েরও ব্যবস্থা রয়েছে। কম উচ্চতার ট্রেকিং, সার্ভাইভাল ক্যাম্প, নেচার ক্যাম্পেরও সুযোগ রয়েছে। তাই একটু পাহাড়ের কোলে অ্যাডভেঞ্চার এক্টিভিটি করতে আপনার ঠিকানা হতে পারে এই গ্রাম। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: নির্জনতা-অ্যাডভেঞ্চার ভালবাসলে এই জায়গা আপনার জন্য পারফেক্ট, দিওয়ালির ছুটিতে চুটিয়ে ঘুরুন