TRENDING:

North Bengal Trip: হিমালয়ের বিরল প্রাণীর বাস! মেঘ-কুয়াশা-জঙ্গল ঘেরা পবিত্র লেক! ২ দিন ছুটি কাটানোর দারুণ ঠিকানা

Last Updated:
North Bengal Trip: নামথিং পোখরিকে রহস্যময় বলে দাবি করেন এখানকার বাসিন্দারা। কথিত আছে এই পোখরির দেখাশোনা করতে দুটি সাদা রাজহাঁস। একটি পাতাও এই পোখরিতে পড়তে দিতে না তারা। তাই এখানকার জল এত স্বচ্ছ।
advertisement
1/7
হিমালয়ের বিরল প্রাণীর বাস! মেঘ-কুয়াশা ঘেরা পবিত্র লেক! দু'দিন ছুটির সেরা ঠিকানা
*উত্তরবঙ্গের ছোট্ট পাহাড়ি গ্রাম নামথিং পোখরি। খুব বেশি দূরে যেতে হবে না তার জন্য। কার্শিয়াংয়ের কাছেই রয়েছে নামথিং পোখরি। পোখরি আসলে একটি হ্রদ। চারিদিকে পাইন গাছ। মাঝ খানে এই পোখরি। এতটাই স্বচ্ছ্ব এই জল যে পোখরির নীচ পর্যন্ত দেখা যায়। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*রিয়াং নদীর ধারের গ্রাম নামথিং পোখরি। সিটং থেকে ৫ কিলোমিটার দূরে রয়েছে এই নামথিং পোখরি।এই নামথিং পোখরিতেই রয়েছে সেই বিরল প্রজাতির স্যালামেন্ডার। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*স্যালামেন্ডার ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। প্রায় ৩২টি হিমালয়ান স্যালামেন্ডার এখানে এখনও রয়েছে বলে জানা গিয়েছে। ছোট্ট গিরগিটির মতো দেখতে এই হিমালয়ান স্যালামেন্ডার এখনও দেখা যায় এখানে। অনেক ওয়াইল্ড লাইভ বিশেষজ্ঞ এই প্রাণিটি দেখতেই চলে আসেন নামথিং পোখরিতে। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*নামথিং পোখরিতে থাকার জায়গা সেরকম নেই। ধীরে ধীরে হোমস্টে তৈরি হচ্ছে। এখানে বে়ড়াতে হলে থাকতে হবে সিটংয়ে। সেখানে একাধিক হোমস্টে রয়েেছ। নামথিং পোখরির কাছেই রয়েছে আলহাদারা ভিউ পয়েন্ট। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়। আবার চা-বাগানের ভিউও পাওয়া যায়। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*এই জায়গায় পৌঁছতে হলে এনজেপি থেকে শেয়ার গাড়ি, কিংবা গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। সিটংয়ে হোমস্টে-তে থেকে সাইট সিন-এর বেরিয়ে যেতে পারেন। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*নামথিং পোখরিকে রহস্যময় বলে দাবি করেন এখানকার বাসিন্দারা। কথিত আছে এই পোখরির দেখাশোনা করতে দুটি সাদা রাজহাঁস। একটি পাতাও এই পোখরিতে পড়তে দিতে না তারা। তাই এখানকার জল এত স্বচ্ছ। হঠাৎই একদিন এক শিকারি একটি রাজহাঁসকে মেরে দেয়। তারপরে আর দ্বিতীয় রাজহাঁসটিকে দেখা যায়নি। তারপর থেকে সেই গ্রামে ধস নামতেই থাকে। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*স্থানীয়দের বিশ্বাস রাজহাঁসের অভিশাপের কারণেই এমন ঘটত। তবে এখন সময়ের সঙ্গে সঙ্গে সবটাই বদলেছে। স্থানীয় কল্পনা রাই বলেন, "আগে এই জায়গাটি লোকের অজানাই ছিল। বিগত ২ বছর ধরে পর্যটকরা ভীষণ পছন্দ করেছেন নামথিং পোখরি।" সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Trip: হিমালয়ের বিরল প্রাণীর বাস! মেঘ-কুয়াশা-জঙ্গল ঘেরা পবিত্র লেক! ২ দিন ছুটি কাটানোর দারুণ ঠিকানা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল