North Bengal Trip: পাহাড়ের একেবারে অচেনা এই জায়গায় দাঁড়ালে মেঘ ভাসে পায়ের তলায়, কোথায় জেনে বুকিং করুন আজই
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
North Bengal Trip: প্রকৃতির মাঝে পাহাড়ের গায়ে ভাসমান মেঘের ছোঁয়ায় নিমিষেই যেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে পাহাড় জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে কার্শিয়ং রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই রয়েছে অপরূপ সুন্দর মন মুগ্ধ করা এই জায়গা ঈগল ক্রেগ।
advertisement
1/7

*পাহাড় মানেই সকলের কাছে একটা আবেগ, তাই তো ছুটি হোক বা উইকেন্ড একটু সুযোগ পেলেই পাহাড়ে ছুটে আসে পাহাড়প্রেমীরা। বর্তমানে পাহাড়ের এই জায়গায় দাঁড়িয়ে আপনার চোখের সামনে ভেসে উঠবে পুরো কার্শিয়াং শহর, ঠিক যে সময়ে আপনি দাঁড়িয়ে প্রকৃতির আনন্দ উপভোগ করছেন হঠাৎ করেই আপনার চোখের সামনে দিয়ে ডানা মেলে উড়ে যাবে ঈগল। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি।
advertisement
2/7
*স্থানীয়দের মতে পাহাড়ের এই উচ্চতায় পাহাড়ের ঢালে বাসা বেঁধে রয়েছে ঈগল। পাহাড়ের কোলে চারিদিকে প্রকৃতির মাঝে এই জায়গায় এলে আপনার পায়ের নিচে ভাসবে মেঘ, যেন কিছুক্ষণের জন্য মনে হবে আপনি মেঘের উপরে বসে আছেন। ফাইল ছবি।
advertisement
3/7
*বর্তমানে দার্জিলিংয়ের বুকে কার্শিয়াং পাহাড়ের কোলে গড়ে ওঠা এই জায়গায় ভিড় জমাচ্ছে পর্যটকেরা। আপনি যদি দার্জিলিং গিয়ে থাকেন অথচ এই জায়গায় যাননি, তাহলে বড় মিস করছেন। ফাইল ছবি।
advertisement
4/7
*পর্যটকদের জন্য এই জায়গায় তৈরি করা হয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই টাওয়ারের উপরে দাঁড়িয়েই আপনি যে দিকে তাকাবেন সেদিকেই সবুজের ঘেরা পাহাড় যেন আপনাকে হাতছানি দেবে। ফাইল ছবি।
advertisement
5/7
*এখানে ঘুরতে আসা এক পর্যটক বলেন, চারিদিকে সারি সারি পাহাড় তার মাঝে এই জায়গা সত্যিই অসাধারণ। এখানে এসে জানতে পারলাম কার্শিয়ংয়ের এই ঈগলস ক্রেগে আসলে চোখের সামনে আকাশে ডানা মেলে উড়বে ঈগল পাখি। জায়গাটা সত্যিই অসাধারণ। ফাইল ছবি।
advertisement
6/7
*দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়ংয়ের বুকে এই জায়গা বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এখান থেকে পুরো শহরকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমাচ্ছে পর্যটকেরা। ফাইল ছবি।
advertisement
7/7
*প্রকৃতির মাঝে পাহাড়ের গায়ে ভাসমান মেঘের ছোঁয়ায় নিমিষেই যেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে পাহাড় জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে কার্শিয়ং রেলওয়ে স্টেশনের ঠিক কাছেই রয়েছে অপরূপ সুন্দর মন মুগ্ধ করা এই জায়গা ঈগল ক্রেগ। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Trip: পাহাড়ের একেবারে অচেনা এই জায়গায় দাঁড়ালে মেঘ ভাসে পায়ের তলায়, কোথায় জেনে বুকিং করুন আজই