Best Honeymoon Destination: বিয়ে করেই পকেটে টান! কম খরচে এটাই হানিমুনের সেরা ঠিকানা, জমাটি রোম্যান্সে ভাসুন দু'জনে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
North Bengal Honeymoon Destination: চারিদিকে পাইনের জঙ্গল। একইসঙ্গে কাঞ্চনজঙ্ঘার সম্মোহন। অসাধারণ রোম্যান্টিক পরিবেশ এখানকার। কাজেই হানিমুনের আদর্শ জায়গা বললে ভুল হবে না।
advertisement
1/6

*সদ্য বিয়ে হয়েছে। হানিমুনে কোথাও যাওয়ার জায়গা খুঁজছেন কম বাজেটের মধ্যে? তাদের জন্য সেরা জায়গা হতে পারে দার্জিলিংয়ের কাছেই এই অফবিট পর্যটন কেন্দ্র যার নাম চাটাইধুরা।
advertisement
2/6
*এই জায়গাটি একদিকে যেমন অফবিট তেমনই কম খরচে বেড়ানো যায়। একেবারে বাজেটের মধ্যেই ঘুরে আসা যায় এই চাটাইধুরা থেকে। শিলিগুড়ি থেকে মিরিকগামী গাড়িতে আসতে হবে এখানে। শিলিগুড়ি থেকে অসংখ্য শেয়ারগাড়ি ছাড়ে মিরিক যাওয়ার জন্য। আবার ঘুম পর্যন্ত শেয়ার গাড়িতে এসে। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন।
advertisement
3/6
*চাটাইধুরাতে খুব বেশি হোমস্টে নেই। দু-তিনটি হোমস্টে রয়েছে। কাজেই আগে থেকে ফোন করে আসা ভাল। অর্থাৎ আগে থেকে খোঁজ খবর নিয়ে হোমস্টে বুক করে আসাই ভাল। চারিদিকে পাইনের জঙ্গল। তারসঙ্গে কাঞ্চনজঙ্ঘার সম্মোহন। অসাধারণ রোমান্টিক পরিবেশ এখানকার। কাজেই হানিমুনের আদর্শ জায়গা বললে ভুল হবে না।
advertisement
4/6
*একেবারেই ছোট্ট পাহাড়ি গ্রাম। নিরিবিলিতে কাটিয়ে দিতে পারবেন দু'জনে। আবার সাইডসিনের জন্য দার্জিলিং এবং মিরিক ঘুরে নিতে পারবেন। মিরিক লেকে বোটিং করতে পারবেন। লেকের ধারে ঘোড়ায় চড়ে ঘুরতে পারবেন, ছবিও তুলতে পারবেন।
advertisement
5/6
*যারা একটু আধটু অ্যাডভেঞ্চার ভালবাসেন তাদেরও এই জায়গাটা মন্দ লাগবে না। জঙ্গলের মধ্য়ে দিয়ে রাস্তা। অনেকটা এগোলে তবে ভিউ পয়েন্ট। এটাই হাওয়াঘর। সেখান থেকে উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘা।
advertisement
6/6
*পাহাড়ে বেড়াতে গেলে যা কিছু চান আপনি সবটা পাবেন এখানে। চাটাইধুরাতে পাহাড়ের কোলে রয়েছে শিবের একটি সুন্দর মন্দির। সেখানেও দু-দণ্ড কাটিয়ে দিতে পারেন। কাছাকাছি যে সমস্ত পর্যটন সমৃদ্ধ জায়গাগুলি রয়েছে তার মধ্য়ে অন্য়তম হল ঘুম মনাস্ট্রি, ঘুম রেলস্টেশন, টাইগার হিল, হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট-সহ একাধিক দেখার জায়গা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Best Honeymoon Destination: বিয়ে করেই পকেটে টান! কম খরচে এটাই হানিমুনের সেরা ঠিকানা, জমাটি রোম্যান্সে ভাসুন দু'জনে