TRENDING:

New Year Resolution Tips For Couple: নতুন বছরে দাম্পত্য জীবন হোক আরও মজবুত! নতুন সুখের খোজঁ পেতে হাতে রাখুন এই টিপস-গুলি...

Last Updated:
New Year Resolution Tips For Couple: দাম্পত্য জীবনে নেমে এসেছে একঘেয়েমি? নতুন বছরে নতুন সুখের খোজঁ পেতে হাতে রাখুন এই টিপস...
advertisement
1/11
নতুন বছরে দাম্পত্য জীবন হোক আরও মজবুত! নতুন সুখের খোজঁ পেতে হাতে রাখুন এই Tips..
দাম্পত্য জীবন হয়ে গিয়েছে নিস্তরঙ্গ? দুজনেই নিজেদের জীবনে এতটাই ব্যস্ত যে একে অন্যের জন্য সময় পাওয়া হয়ে উঠেছে কঠিন। আর সেই সুযোগে বাড়ছে দূরত্ব। নিত্য-নতুন অশান্তি দানা বাঁধছে প্রতি মুহূর্তে। যার জেরে আজকাল কারণ ছাড়া ঝগড়া করেন দুজন। সম্পর্কটা দিন দিন যে তিক্ত হয়ে যাচ্ছে তা বুঝতে পারছেন। অথচ চাইলেও ঠিক করতে পারছেন না।
advertisement
2/11
এবার নতুন বছরে সব ঠিক করে ফেলুন। পারিবারিক পরামর্শদাতাদের এই কয়েকটি পরামর্শ মানলেই হতে পারে ম্যাজিক। নতুন বছরে দুজনে রেজোলিউশন (Resolution) নিন দাম্পত্য জীবনের হারানো ঔজ্বল্য ফিরিয়ে আনবেন এই জাদুমন্ত্রে। জেনে নিন কীভাবে দাম্পত্য সম্পর্কের হারিয়ে যাওয়া প্রেম ফিরে পাবেন।
advertisement
3/11
দাম্পত্য জীবনে পার হয়েছে বেশ কয়েকবছর। দুই থেকে তিন হয়েছেন। বাচ্চার (Kids), অফিস (Office), সংসার সব নিয়ে দিন কাটে চরম ব্যস্ততায়। অন্যদিকে, আপনার বরও ছুঁটে চলেছে কাজের পিছনে। কাজের চাপে দেরি করে বাড়ি ফেরা, রাতে বসে কাজ করা আবার মাঝে মধ্যেই অফিস ট্যুর (Tour)- এই রকম ভাবেই কাটছে দুজনে। এর মাঝে কোথাও গিয়ে সমস্যা তৈরি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে।
advertisement
4/11
কাজের চাপে দেরি করে বাড়ি ফেরা, রাতে বসে কাজ করা আবার মাঝে মধ্যেই অফিস ট্যুর (Tour)- এই রকম ভাবেই কাটছে দুজনে। এর মাঝে কোথাও গিয়ে সমস্যা তৈরি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে।
advertisement
5/11
প্রতিমাসে একটা দিন রাখুন শুধু দুজনের জন্য। এই দিন কারও সঙ্গে নয়, বরং নিজেরা সময় কাটাবেন। পুরনো দিনের মতো প্রেমে (Love) মজে উঠুন। বিশেষ না হলেও নিজেদের জন্য বিশেষ করে তুলুন সাদামাটা কোনও ছুটির দিনকেই।
advertisement
6/11
advertisement
7/11
অহেতুক ঝগড়া বন্ধ করার প্রতিজ্ঞা করুন নতুন বছর থেকেই। নিজের মাথা ঠান্ডা (Cool) করুন। কারণ ছাড়া ঝগড়া করবেন না। যতটা সম্ভব দুজনেই ঝগড়া এড়িয়ে চলুন। তবেই, সব ঠিক হবে। একে অন্যের ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার অঙ্গিকার (Promise) নিন।
advertisement
8/11
সব সময় সব ক্ষেত্রে একজনের ইচ্ছে খাটলে ঝামেলা হবেই। তাই দুজনের ইচ্ছে গুরুত্ব পাক সব সময়। এবার থেকে কখনোই একা কোনও সিদ্ধান্ত নেবেন না। দুজনে মিলে সব সিদ্ধান্ত নিন। তবেই, দেখবেন সব ঠিক হয়ে যাবে।
advertisement
9/11
এই বছরে পা দেওয়ার আগেই ইতিবাচক মনাসিকতা রাখার রেজোলিউশন নিন। সব জিনিসের মধ্যে নেগেটিভ (Negative) কিছু খোঁজা অনেকেরই স্বভাব থাকে। এর খারাপ প্রভাব পড়ে সম্পর্কে। আর নিজেদের কথা নিজেদের মধ্যে রাখুন। সামান্য একটু ঝগড়া হল।
advertisement
10/11
কিন্তু তা মেটাতে অন্য কারও সাহায্য নিলেন এমন করবেন না। সব সমস্যা দুজনে মিলে মিটিয়ে নিন। দেখবেন সব ঠিক হবে আপন নিয়মেই। বিশেষজ্ঞররা পরামর্শ দিচ্ছেন সময়ের ওপর ভরসা রেখে কথা বলে সম্পর্কের শীতলতা দূর করার।
advertisement
11/11
মানসিক চাহিদার পাশাপাশি যৌন (Sex) চাহিদাকে গুরুত্ব দিন এবার থেকে। দাম্পত্য জীবনে এরও গুরুত্ব রয়েছে। দুজনে দুজনের কথা বোঝার চেষ্টা করুন। নানা কারণে বিয়ের কয়েক বছরের মধ্যেই অনেকে যৌন মিলনের আগ্রহ হারায়। সেক্ষেত্রে, কেন এমন হচ্ছে তা বোঝার চেষ্টা করুন। আর এই নতুন বছরেই পা রাখুন এখন নতুন সম্পর্কের আলোয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
New Year Resolution Tips For Couple: নতুন বছরে দাম্পত্য জীবন হোক আরও মজবুত! নতুন সুখের খোজঁ পেতে হাতে রাখুন এই টিপস-গুলি...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল