Benefits of Neem Leaves in Summer: মাত্র ৪-৫ টা নিমপাতা আপনাকে গরমে করে তোলে নীরোগ ও সুন্দর! শুধু জানুন ব্যবহারের সঠিক উপায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits of Neem Leaves in Summer: হাতের কাছে এমন অমূল্য সম্পদ অবহেলা করবেন না
advertisement
1/9

গলা বুক জ্বালা করা, অম্বল, চোঁয়াঢেকুরের মতো সমস্যায় নাজেহাল অনেকেই৷ পুরনো অম্লজীর্ণ অসুখে অনেক টোটকা ও ওষুধ ব্যর্থ হয়৷ হাফ চামচ নিমপাতা গুঁড়ো রোজ সকালে খালি পেটে সেবন করলে উপকার পাবেন৷
advertisement
2/9
১ লিটার জলে ৪-৫ টি নিমপাতা ফুটিয়ে তার পর ছেঁকে নিয়ে পান করলে ত্বক ভাল থাকে৷ ত্বকের দীপ্তি ও বর্ণ উজ্জ্বল হয়৷ ব্রণর সমস্যা কমাতে নিমপাতা ও কাঁচা হলুদ বাটা মাখুন মুখে৷
advertisement
3/9
নিমপাতা খেলে লিভার ভাল থাকে৷ কমে যায় অরুচির সমস্যা৷ বাচ্চাদের কৃমির সমস্যা কমাতেও নিমপাতা খাওয়ানোর রেওয়াজ দীর্ঘ দিনের৷
advertisement
4/9
বাচ্চাদের মাথায় চুলের গোড়ায় অনেক সময়েই ত্বকে নানা রকম সংক্রমণ হয়৷ সেখানে লাগিয়ে দিন নিমপাতা বাটার প্রলেপ৷
advertisement
5/9
সকালে খালি পেটে নিমপাতা ও গোলমরিচ খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত থাকে৷
advertisement
6/9
দাঁত ও মাড়ির সংক্রমণ রোধে নিমপাতা খুবই কার্যকরী৷ মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে নিমপাতা দিয়ে তৈরি মাজন৷
advertisement
7/9
নিমপাতার মতো প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক বিরল৷ এই গাছের ফুলও শুকিয়ে ব্যবহার করা হয় অ্যান্টিঅক্সিড্যান্টের উৎসহ হিসেবে৷
advertisement
8/9
বাড়িতে বা কাছাকাছি নিমগাছ থাকলে এর নানা অংশ কাজে লাগান৷ হাতের কাছে এমন অমূল্য সম্পদ অবহেলা করবেন না৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Neem Leaves in Summer: মাত্র ৪-৫ টা নিমপাতা আপনাকে গরমে করে তোলে নীরোগ ও সুন্দর! শুধু জানুন ব্যবহারের সঠিক উপায়