Motion Sickness: গাড়িতে উঠলেই গা গুলিয়ে ওঠে-বমি পায়! সমস্যা থেকে মুক্তি পান সহজেই
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Stop Vomiting While Travelling: মোশন সিকনেস সমস্যায় অনেকে সকলের সামনে বমি পাওয়ার কথা গাড়িতে বলতে অস্বস্তি হতে থাকে ও শারীরিক সমস্যায় পড়তে হয়। তবে খুব সহজে ও ঝটপট এই সমস্যা দূর করতে পারেন।
advertisement
1/6

কোথায় ভ্রমনে কিংবা কাজে যাচ্ছেন। গাড়িতে উঠলেই খানিকক্ষণ বসার পরই গা গুলিয়ে ওঠে! এভাবে গা গুলিয়ে ওঠার ফলে সেই আনন্দ মাটি হয়ে যেতে বসে।
advertisement
2/6
মোশন সিকনেস সমস্যায় অনেকে সকলের সামনে বমি পাওয়ার কথা গাড়িতে বলতে অস্বস্তি হতে থাকে ও শারীরিক সমস্যায় পড়তে হয়। তবে খুব সহজে ও ঝটপট এই সমস্যা দূর করতে পারেন।
advertisement
3/6
যাদের মোশন সিকনেস আছে তারা চলন্ত গাড়িতে উঠে বই পড়বেন না বা মোবাইলে কোনও লেখা পড়বেন না।
advertisement
4/6
লম্বা সফরে গাড়িতে গেলে অবশ্যই ব্যাগে এক টুকরো আদা রাখুন। সফরের আগে দাঁতে কেটে নিন এক টুকরো আদা। এটি ব্যাগে রাখুন একটি কৌটয় প্রয়োজনে কাজে লাগবে।
advertisement
5/6
গাড়িতে উঠে সব সময়ে সামনের সিটে বসার চেষ্টা করুন। পিছনের দিকে না বসাই ভালো। কারণ ঝাঁকুনি লেগে সমস্যা আরও বাড়তে পারে।
advertisement
6/6
যে দিকে গাড়ি চলছে সে দিকে মুখ করে বসুন। ভ্রমণের সময় সঙ্গে রাখতে পারেন জোয়ান, লেবুর পাতা। এগুলি সাময়িভাবে আপনাকে স্বস্তি দেবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Motion Sickness: গাড়িতে উঠলেই গা গুলিয়ে ওঠে-বমি পায়! সমস্যা থেকে মুক্তি পান সহজেই