Mosquito Repellent Plants: হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি! ঘরে রাখুন এই গাছ ও এক চিলতে কর্পূর-কমবে মশার উৎপাত
- Reported by:Susmita Goswami
- hyperlocal
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Mosquito Repellent Plants: মশা তাড়ানোর একটি কার্যকর এবং স্বাস্থ্যকর উপায় হল মশা দূরে রাখে এমন গাছ ঘরে রাখা।
advertisement
1/6

বর্ষায় ডেঙ্গি প্রতিরোধ করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এজন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলার বিকল্প নেই। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে, সব ধরনের রোগ থেকে নিস্তার মেলে। সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
ঘর বা বাড়ির আশেপাশে কোথাও যেন জল জমে না থাকে তা খেয়াল রাখতে হবে। বৃষ্টির কারণে এ সময় জলাবদ্ধতা বাড়ে, ফলে মশার বংশবিস্তারের স্থানও বাড়ে। তাই ফুলের টব থেকে শুরু করে ড্রেন ইত্যাদিতে যেন জল জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
মশা তাড়ানোর একটি কার্যকর এবং স্বাস্থ্যকর উপায় হল মশা দূরে রাখে এমন গাছ ঘরে রাখা। তুলসি, সিট্রোনেলা, লেমনগ্রাস ইত্যাদি ঘরে মশা আসতে দেয় না। সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
মশা তাড়ানোর স্প্রে, মলম ইত্যাদি ব্যবহারে জোর দিতে হবে। ঘরে কিংবা বাইরে সবখানেই এগুলো ব্যবহার করা উচিৎ। বিশেষ করে, শিশুদের স্বাস্থ্যের দিক লক্ষ্য রেখে এগুলো অবশ্যই ব্যবহার করা উচিৎ। সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
মশা দূরে রাখতে মৃদু কর্পূর, সরিষার তেলের সঙ্গে মেশানো ক্যারোম সিড বা আজওয়াই ইত্যাদি ঘরোয়া প্রতিকার হিসেবে কাজে লাগাতে হবে। অথবা নিমের ও ল্যাভেন্ডার তেলও উপকারী। সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
ময়লা রাখার পাত্র পরিষ্কার করতে হবে প্রতিদিন। ব্যবহারের সময় ময়লার পাত্রের মুখ ঢেকে রাখতে হবে। এছাড়াও ঘরের কোণা, ছায়াবৃত স্থান, বাগান ইত্যাদিও নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mosquito Repellent Plants: হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি! ঘরে রাখুন এই গাছ ও এক চিলতে কর্পূর-কমবে মশার উৎপাত