Mole or Wart on Skin: শরীরে আঁচিল খুবই সাধারণ, এটি এক মারণরোগের লক্ষণ হতে পারে! সময় থাকতেই সতর্ক হওয়া জরুরি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mole or Wart on Skin: আঁচিলের কারণ কী? হিউম্যান প্যাপিলোমাভাইরাস ত্বকে কাটার মাধ্যমে প্রবেশ করে এবং সংক্রমণ ছড়ায়। একবার এই ভাইরাস শরীরে প্রবেশ করলে অনেক জায়গায় আঁচিল দেখা দিতে পারে।
advertisement
1/8

আঁচিলের সমস্যায় ভোগেন অনেকেই। ঘাড়ে, হাতে, গলায় শরীরের বিভিন্ন জায়গায় আঁচিল গজিয়ে ওঠে। যা দেখতে খারাপই দেখায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (প্রতীকী ছবি)
advertisement
2/8
আর এই আঁচিল কোনওভাবে পড়ে গেলে সেই স্থান থেকে প্রবল রক্তপাতও হতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
3/8
প্রতি বছর প্রায় এক লাখ মানুষ ত্বকের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আঁচিল দেখতে অস্বাভাবিক রকমের হলেই সতর্ক হওয়া জরুরি। শুরুতেই চিহ্নিত হলে তার চিকিৎসা পদ্ধতিও সহজ। কিন্তু দেরি হলে পরে আর কোনও উপায় থাকে না। মেলানোমা নামক ত্বকের ক্যানসারে প্রতিবছর প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন ইংল্যান্ডের বিশেষজ্ঞরা। (প্রতীকী ছবি)
advertisement
4/8
আঁচিলের কারণ কী? হিউম্যান প্যাপিলোমাভাইরাস ত্বকে কাটার মাধ্যমে প্রবেশ করে এবং সংক্রমণ ছড়ায়। একবার এই ভাইরাস শরীরে প্রবেশ করলে অনেক জায়গায় আঁচিল দেখা দিতে পারে। আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত জিনিস যেমন তোয়ালে, সাবান, শেভিং কিট বা অন্তর্বাস ব্যবহার করলে ভাইরাল ব্যবহারকারীর শরীরে প্রবেশ করতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
5/8
আঁচিলে বিশেষ কোনও ক্ষতি হয় না, তবে এই আঁচিলগুলো যদি শরীরের কোনও কোনও স্থানে দেখা যায় এবং অনেক দিন ধরে থাকে তাহলে তা ক্যানসারের কারণও হতে পারে। এই ধরনের আঁচিলকে উপেক্ষা করা উচিত না। আঁচিল বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। (প্রতীকী ছবি)
advertisement
6/8
আঁচিল কখন বিপজ্জনক? এইচপিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমাভাইরাস এবং জেনিটালে আঁচিল অনেক ধরনের ক্যানসারের কারণ হতে পারে। এমনকী ডায়াবেটিসের মতো মারণরোগের লক্ষণও হতে পারে আঁচিল। সেক্ষেত্রে শরীরে আচমকা আঁচিল দেখলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। (প্রতীকী ছবি)
advertisement
7/8
পায়ুপথে ক্যানসারের, জরায়ু, মুখের ক্যানসারের এবং গলার ক্যানসারের ঝুঁকি থাকে। অবিলম্বে এমন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। (প্রতীকী ছবি)
advertisement
8/8
আঁচিল নিজে থেকেই পড়ে যায়। আঁচিল দূর না হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তা তুলে ফেলা যায়। তবে কখনওই আঁচিল নখ দিয়ে খুঁটবেন না, নিজে নিজেই তোলার চেষ্টা করবেন না। নিরায়ম করতে হলে একমাত্র ডাক্তারের পরামর্শ নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mole or Wart on Skin: শরীরে আঁচিল খুবই সাধারণ, এটি এক মারণরোগের লক্ষণ হতে পারে! সময় থাকতেই সতর্ক হওয়া জরুরি