TRENDING:

Jasmine Flower Plant Care Tips: রাত পোহালেই হনুমান জয়ন্তী! অল্প যত্নেই টবের গাছ ঢাকবে বজরঙ্গবলীর প্রিয় জুঁইফুলে! রইল সহজ টিপস

Last Updated:
Jasmine Flower Plant Care Tips: হনুমানজীর প্রিয় ফুলের মধ্যে অন্যতম জুঁইফুল৷ তাঁর পুজোর ডালিতে রাখুন এই সুগন্ধি ফুল৷ জুঁইতেলে প্রজ্বলন করুন প্রদীপ৷ বাড়ির জুঁইগাছ বা জুঁইলতার ফুলেই পুজো দিতে পারবেন বজরঙ্গবলীর৷ তাঁর পুজোর আগে জানুন কোন পরিচর্যায় বড় করবেন জুঁইগাছ৷ অল্প সময়ে প্রচুর ফুল পাবেন৷
advertisement
1/8
মঙ্গলে হনুমান জয়ন্তী! অল্প যত্নেই গাছ ভরবে বজরঙ্গবলীর প্রিয় জুঁইফুলে, রইল টিপস
রাত পোহালেই হনুমান জয়ন্তী৷ এ বছর মঙ্গলবার এই তিথি পালিত হওয়ায় কয়েক গুণ বেড়েছে মাহাত্ম্য৷
advertisement
2/8
হনুমানজীর প্রিয় ফুলের মধ্যে অন্যতম জুঁইফুল৷ তাঁর পুজোর ডালিতে রাখুন এই সুগন্ধি ফুল৷ জুঁইতেলে প্রজ্বলন করুন প্রদীপ৷
advertisement
3/8
বাড়ির জুঁইগাছ বা জুঁইলতার ফুলেই পুজো দিতে পারবেন বজরঙ্গবলীর৷ তাঁর পুজোর আগে জানুন কোন পরিচর্যায় বড় করবেন জুঁইগাছ৷ অল্প সময়ে প্রচুর ফুল পাবেন৷
advertisement
4/8
টবে যদি জুঁইগাছ করতে চান, তাহলে যত্ন নিয়ে তৈরি করুন এর মাটি৷ সম পরিমাণ এঁটেল ও বেলেমাটি নিন৷
advertisement
5/8
সঙ্গে নিতে হবে ভার্মিকম্পোস্ট, ১ বছরের পুরনো গোবরসার বা পাতাপচা সার৷ মাটির সঙ্গে সার মিশিয়ে ভাল করে চেলে নিন৷ যাতে ঝুরো ঝুরো মাটি তৈরি হয়৷
advertisement
6/8
জুঁইগাছ রোদে বা হাল্কা ছায়াতেও রাখতে পারেন৷ তবে বেশি রোদে বেশি ফুল হবে৷ নিয়মিত জল দেবেন গরমকালে৷ গাছের গোড়া শুকনো রাখবেন৷ সকালে বিকেলে গাছকে স্নান করিয়ে দেবেন৷
advertisement
7/8
১ চামচ করে সরষের খোল, ফসফেট ও পটাশ মিশিয়ে নিন৷ ২০ দিন অন্তর ছড়িয়ে দিন গাছের চারদিকে৷ কীটপতঙ্গের আক্রমণ থেকে বাঁচাতে জৈব সার নিয়মিত দিন জুঁইগাছে৷
advertisement
8/8
এই টিপসগুলি মানলেই অতি গরমেও জুঁইগাছ ভরে যাবে সাদা ফুলে৷ সন্ধ্যায় ও রাতভর আপনার ঘরবাড়ি ম’ ম’ করবে জুঁইয়ের গন্ধে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jasmine Flower Plant Care Tips: রাত পোহালেই হনুমান জয়ন্তী! অল্প যত্নেই টবের গাছ ঢাকবে বজরঙ্গবলীর প্রিয় জুঁইফুলে! রইল সহজ টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল