Durga Puja Hair Care: পুজোর আগে এক নিমেষে চুলের সব সমস্যার সমাধান! হেনার সঙ্গে মিশিয়ে নিন এই কয়েকটা উপাদান
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Durga Puja Hair Care: কম বেশি সকলের চুল পড়া, অকালপক্কতা, খুশকি থেকে শুরু করে রুক্ষ্ম চুলের সমস্যা দেখা দেয়।
advertisement
1/7

চুলের যত্নে কয়েকটি প্রাকৃতিক উপাদানের মধ্যে অন্যতম হল হেনা। কম বেশি সকলের চুল পড়া, অকালপক্কতা, খুশকি থেকে শুরু করে রুক্ষ্ম চুলের সমস্যা দেখা দেয়। এই কারণে চুলে দেখা দেয় জট পড়ার সমস্যাও।
advertisement
2/7
এই সমস্যা থেকে মুক্তি পেতে চুলের যত্নে অনেকেই হেনা ব্যবহার করেন। তবে, সুন্দর চুল পেতে হেনার সঙ্গে কিছু বিশেষ উপাদান মিশিয়ে নিতে পারেন।
advertisement
3/7
বিউটি এক্সপোর্ট প্রিয়াঙ্কা দাস জানান, হেনার সঙ্গে কিছু উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল গাঢ় ঘন ও রুক্ষ সূক্ষ্ম চুল থেকে মুক্তি পাওয়া যাবে ।
advertisement
4/7
হেনার সঙ্গে আমলকির রস, মেথিগুঁড়ো, জল মেশান। তারপর এই মিশ্রণ চুলে লাগিয়ে এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন মাসে দু'বার এই ভাবে হেনা করুন দেখবেন চুলের বহু সমস্যা থেকে মুক্তি পাবেন।
advertisement
5/7
এছাড়াও চুলে খুশকি রোধ করতে হেনার সঙ্গে পাতিলেবু ও দই ও মেশাতে পারেন। দই চুলের জন্য ভীষণ উপকারী। তবে অবশ্যই ঘরে পাতা টক দই ব্যবহার করবেন।
advertisement
6/7
চুলের রং আরও গাঢ় করতে হেনার সঙ্গে চায়ের লিকার ও ব্যবহার করতে পারেন।
advertisement
7/7
হেনার সঙ্গে ঘরের তৈরি সামান্য কিছু উপাদান মিশিয়ে মাসে এক থেকে দুইবার ব্যবহার করলে নিমিষেই সমাধান হবে চুলের যাবতীয় সমস্যা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Hair Care: পুজোর আগে এক নিমেষে চুলের সব সমস্যার সমাধান! হেনার সঙ্গে মিশিয়ে নিন এই কয়েকটা উপাদান