TRENDING:

Mayapur Tourism: মাত্র ৪০০ টাকায় মিলবে রুম, সপ্তাহান্তে মায়াপুর যাওয়ার প্ল্যান করলে এর চেয়ে সস্তা আর পাবেন না!

Last Updated:
Mayapur Tourism: সরকার পরিচালিত এই হোস্টেলটি শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন আর নিরাপদই নয়, দামে একেবারে সাধ্যের মধ্যে। ইতিমধ্যেই অনেকেই দূর-দূরান্ত থেকে এসে মায়াপুর ভ্রমণের জন্য এই হোস্টেলটিকে বেছে নিচ্ছেন।
advertisement
1/6
মাত্র ৪০০ টাকায় মিলবে রুম, সপ্তাহান্তে মায়াপুর যাওয়ার প্ল্যান করলে এর চেয়ে সস্তা আর পা
মায়াপুরে ঘুরতে যাচ্ছেন? একলা অথবা পরিবার নিয়ে। থাকার জন্য বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজছেন? তাহলে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন – মায়াপুর ইয়ুথ হোস্টেল! (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
সরকার পরিচালিত এই হোস্টেলটি শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন আর নিরাপদই নয়, দামে একেবারে সাধ্যের মধ্যে। ইতিমধ্যেই অনেকেই দূর-দূরান্ত থেকে এসে মায়াপুর ভ্রমণের জন্য এই হোস্টেলটিকে বেছে নিচ্ছেন।
advertisement
3/6
লোকেশন: মায়াপুর গৌরনগর, শিবের ডোবা – চন্দ্রোদয় মন্দির থেকে খুব কাছেই। স্থানীয় যেকোনো ব্যাটারি চালিত ই রিক্সা চালককে বললেই আপনাকে নিয়ে যাবে মায়াপুর ইউথ হোস্টেলে।
advertisement
4/6
ভাড়া: Dormitory প্রতি বেড ২০০/ দিন, Non AC ডাবল বেডরুম - ৪৫০/ দিন, Non-AC ট্রিপল বেড রুম – মাত্র ৬০০/ দিন, AC ও VIP রুমের ব্যবস্থাও রয়েছে
advertisement
5/6
বুকিং: অনলাইনে করা যায় Youth Hostel Booking সাইটে। অফলাইন বুকিং করতে চাইলে মৌলালি যুবকেন্দ্র থেকে করতে পারবেন। চেক-ইন: সকাল ১০:৩০ | চেক-আউট: সকাল ৯:৩০
advertisement
6/6
সুবিধা কি কি রয়েছে: গরমকালে AC রুম, শান্তিপূর্ণ পরিবেশ, পরিবার/বন্ধুদের সঙ্গে থাকার জন্য উপযুক্ত, সরকারি রক্ষণাবেক্ষণে পরিষ্কার ও সুরক্ষিত।বাজেট ট্রাভেলারের জন্য একদম পারফেক্ট অপশন!আপনি যদি মায়াপুর ঘুরতে যান এবং ভালোভাবে থাকতে চান কম খরচে – তাহলে এটা আপনার জন্য। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mayapur Tourism: মাত্র ৪০০ টাকায় মিলবে রুম, সপ্তাহান্তে মায়াপুর যাওয়ার প্ল্যান করলে এর চেয়ে সস্তা আর পাবেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল