Mango and Dysentery:আম খেলে কি আমাশা হয়? আমাশা হলে ফলের রাজা কতটা বিপজ্জনক? জানুন কামড় বসানোর আগেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mango and Dysentery:অনেকেই গরমে আম এড়িয়ে যান৷ তাঁদের আশঙ্কা,আম খেলে আমাশয় বা আমাশা হয়৷ কিন্তু সেটা কি সত্যি? গরমে আম কি আমাশয় বা পেটের রোগের কারণ?
advertisement
1/8

আম ছাড়া গরমকাল ভাবাই যায় না৷ ফলের রাজা আমের স্বাদে মৌতাতে মশগুল হওয়ার সময় হল গ্রীষ্মকাল৷ রকমারি আমের স্বাদে গন্ধে এ সময় ভরে থাকে ফলের বাজার৷
advertisement
2/8
কিন্তু অনেকেই গরমে আম এড়িয়ে যান৷ তাঁদের আশঙ্কা,আম খেলে আমাশয় বা আমাশা হয়৷ কিন্তু সেটা কি সত্যি? গরমে আম কি আমাশয় বা পেটের রোগের কারণ? বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
advertisement
3/8
সুস্বাদু আম খুব পুষ্টিকরও৷ পাকা আমে প্রচুর ক্যারোটিন, খনিজ পদার্থ থাকায় শরীরের জন্য খুবই উপকারী৷
advertisement
4/8
আমে ফাইবার খুব বেশি হওয়ায় হজমে সমস্যা হয়৷ কিন্তু সেটা আমাশা নয়৷
advertisement
5/8
আমাশা জীবাণু থেকে হওয়া একটি পেটের রোগ৷ মূলত এন্টামিওবা হিস্টোলাইটিকা জীবাণু থেকে সংক্রমণ ছড়ায়৷
advertisement
6/8
আমাশা রোগের সংক্রমণ, প্রতিরোধ, চিকিৎসা সম্পূর্ণ আলাদা৷ তার সঙ্গে নামের কিছুটা সাদৃশ্য ছাড়া আমের কোনও সম্পর্ক নেই৷
advertisement
7/8
তাই আমাশা হওয়ার ভয়ে আম না খাওয়ার কোনও ভিত্তি নেই৷
advertisement
8/8
আমাশা হলে আম খাওয়া নিষিদ্ধ হতে পারে। আম খেলে আমাশা হওয়ার আশঙ্কা ভিত্তিহীন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mango and Dysentery:আম খেলে কি আমাশা হয়? আমাশা হলে ফলের রাজা কতটা বিপজ্জনক? জানুন কামড় বসানোর আগেই