Mint Yogurt Lassi : গরমে চট করে ক্লান্ত হয়ে পড়ছেন? স্বস্তি পেতে চটপট বানিয়ে ফেলুন পুদিনা-দই লস্যি
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
প্রবল গরমে খুব ক্লান্ত হয়ে পড়ছেন? দারুণ দাবদাহের হাত থেকে স্বস্তি পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন পুদিনা পাতা আর দই দিয়ে লস্যি।
advertisement
1/6

প্রবল গরমে খুব ক্লান্ত হয়ে পড়ছেন? দারুণ দাবদাহের হাত থেকে স্বস্তি পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন পুদিনা পাতা আর দই দিয়ে লস্যি।
advertisement
2/6
প্রচন্ড গরমে এই পানীয় সহজেই ক্লান্তি দূর করবে। এটি তৈরি করাও বেশ সহজ , পাশাপাশি এটি বেশ পুষ্টিকরও।
advertisement
3/6
এটি তৈরির জন্য উপকরণ হিসাবে প্রয়োজন টক দই, জল, নুন।, বিট লবণ ও পুদিনা পাতা।
advertisement
4/6
দই-পুদিনার লস্যি তৈরির জন্য সব উপকরণ গুলি ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। সব ভালভাবে মিশে গেলে এর সঙ্গে যোগ করুন বরফ।
advertisement
5/6
এরপর ব্লেন্ডার থেকে গ্লাসে ঢেলে, এর সঙ্গে অল্প লেবুর রস ও বিট নুন যোগ করে নিতে পারেন।
advertisement
6/6
ব্যাস চটপট তৈরি হয়ে যাবে মজাদার পানীয়। প্রচন্ড দাবদাহে ক্লান্তি দূর করতে এই পানীয়ের জুড়ি মেলা ভার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mint Yogurt Lassi : গরমে চট করে ক্লান্ত হয়ে পড়ছেন? স্বস্তি পেতে চটপট বানিয়ে ফেলুন পুদিনা-দই লস্যি