TRENDING:

Lung Cancer: প্রাণঘাতী ফুসফুসের ক্যানসারের প্রাথমিক উপসর্গ ফুটে ওঠে আঙুলে-নখে, আঙুলের কোন লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়? পড়ুন

Last Updated:
ফুসফুসের ক্যানসারের অন্যতম প্রাথমিক উপসর্গ হল ফিঙ্গার ক্লাবিং বা ডিজিটাল ক্লাবিং। এক্ষেত্রে আঙুলের ডগা ফুলে যায় এবং নখের আকৃতিতে বিশেষ পরিবর্তন দেখা যায়। এই পরিস্থিতি একদিনে হয় না! ধীরে ধীরে হয়। কাজেই, প্রাথমিক পর্যায়ে তা বোঝা কঠিন
advertisement
1/8
ফুসফুসের ক্যানসারের প্রাথমিক উপসর্গ ফুটে ওঠে আঙুলে-নখে,আঙুলের কোন লক্ষণ ক্যানসারের ইঙ্গিত?
ফুসফুসের ক্যানসারের মতো ভয়ঙ্কর অসুখ খুব কমই আছে! সবথেকে বড় ভয়ের বিষয় হল, ফুসফুসের ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলো মানুষ সহজে বুঝতেই পারে না! ফলে এড়িয়ে যায়! যখন রোগের বিষয়টি স্পষ্ট হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কাজেই শুরুতেই সচেতন হন! গবেষণায় দেখা গিয়েছে, আপনার হাতের আঙুলেই ফুটে ওঠে ফুসফুসের ক্যানসারের প্রাথমিক উপসর্গ--
advertisement
2/8
ফুসফুসের ক্যানসারের অন্যতম প্রাথমিক উপসর্গ হল ফিঙ্গার ক্লাবিং বা ডিজিটাল ক্লাবিং। এক্ষেত্রে আঙুলের ডগা ফুলে যায় এবং নখের আকৃতিতে বিশেষ পরিবর্তন দেখা যায়। এই পরিস্থিতি একদিনে হয় না! ধীরে ধীরে হয়। কাজেই, প্রাথমিক পর্যায়ে তা বোঝা কঠিন।
advertisement
3/8
ফিঙ্গার ক্লাবিং-এর সাধারণ লক্ষণগুলি হল--আঙুলের ডগা ফুলে যাওয়া বা মোটা হয়ে যাওয়া,নখের নীচের অংশ নরম হয়ে যাওয়া, এরফলে নখ আলগা হয়ে যায়।আঙুলের চারপাশ দিয়ে নখের ডগা নীচের দিকে বেঁকে যাওয়া,নখের গোড়া (কিউটিকল) থেকে হঠাৎ তীক্ষ্ণ কোণে নখ উপরের দিকে উঠতে থাকা। আঙুলে ফুসফুসের ক্যানসারের আর কোন কোন লক্ষণ ফুটে ওঠে?
advertisement
4/8
আঙুল ফুলে যাওয়া--লাং ক্যানসারের কারণে রক্ত সঞ্চালনে সমস্যা হয়। ফলে শরীরে তরল জমে। কাজেই আঙুল ফুলে যায়।
advertisement
5/8
নখের আদলে বদল-- নখে ক্ষত, ভঙ্গুর নখ এবং অত্যধিক তাড়াতাড়ি নখ বাড়তে থাকা ফুলফুসে ক্যানসারের উপসর্গ হতে পারে।
advertisement
6/8
আঙুলে ব্যথা, অবশ হয়ে যাওয়া বা ঝিঁঝি ধরা-- এই উপসর্গগুলি স্নায়ুর সঙ্গে জড়িত। ডাক্তারি পরিভাষায় বলে প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম। এটি ফুসফুসের ক্যানসারের কারণে হতে পারে।
advertisement
7/8
আঙুল ঠান্ডা বা ফ্যাকাশে হয়ে যাওয়া-- ক্যানসারের কারণে রক্ত সঞ্চালন দুর্বল হয়ে পড়ে, ফলে আঙুল ঠান্ডা হয়ে যায়।
advertisement
8/8
ফিঙ্গার ক্লাবিং অন্যান্য অসুখেরও উপসর্গ হতে পারে! যেমন-- লিভারের সিরোসিস, লিভার ক্যানসার, ক্রনিক লাং ইনফেকশন, এইচআইভি বা হেপাটাইটিস বি ও সি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lung Cancer: প্রাণঘাতী ফুসফুসের ক্যানসারের প্রাথমিক উপসর্গ ফুটে ওঠে আঙুলে-নখে, আঙুলের কোন লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল