‘‘আমার স্ত্রী একটু মোটা, আমাদের যৌন মিলন দীর্ঘস্থায়ী হচ্ছে না ’’- কী করব ?
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কী বলছেন বিশেষজ্ঞ
advertisement
1/6

আমাদের সবে সবে বিয়ে হয়েছে ৷ আমাদের সম্বন্ধ দেখে বিয়ে স্থির করা হয়েছিল , কিন্তু এতে আমার ও আমার স্ত্রী দু‘জনেরই মত ছিল ৷ Representive Photo
advertisement
2/6
আমাদের মধ্যে আর পাঁচজন স্বামী -স্ত্রীর মতোই ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠছে ৷ আমার স্ত্রী একটু মোটা হলেও রীতিমতো আকর্ষণীয় ৷ আমাদের যৌন মিলনও হয় ৷ তবে হয়ত দু‘ সপ্তাহে একবার ৷ Representive Photo
advertisement
3/6
যৌনতার তীব্র আকর্ষণে আমরা মিলিত হই বটে কিন্তু আমি দীর্ঘস্থায়ী যৌনসুখ দিতে পারছি না ৷ হয়ত ইন্টারকোর্স এক মিনিট মতো স্থায়ী হয় ৷ তারপরেই বিষয়টি হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে ৷ Representive Photo
advertisement
4/6
আমি বুঝতে পারছি ও অতৃপ্ত থাকছে কিন্তু তাও আমি কিছুই করতে পারছি না ৷ আসলে ও বিছানায় একেবারেই নড়াচড়া করে না ৷ কিন্তু ও মোটা এটা বলেই এই অসুবিধা হচ্ছে এটা বলে ওকে দুঃখ দিতে চাইছি না ৷ কিছু কী উপায় আছে ৷ Representive Photo
advertisement
5/6
দেখুন আপনার সমস্যাটা আগে সমাধান করা প্রয়োজন ৷ বিষয়টা যেহেতু খুব একটা পুরনো নয় ফলে আপনি হয়ত এখনও বিষয়টিতে অভ্যস্ত হতে পারেননি ৷ তারওপর আপনার মাথায় হয়ত সবসময় কাজ করছে আপনি এবার লম্বা ইনিংস ব্যাট করতে পারবেন তো ৷ আর এই পারফরম্যান্স দেওয়ার চাপে আপনার যৌন ক্ষমতায় প্রভাবিত হচ্ছে ৷ Representive Photo
advertisement
6/6
ফলে নিজের মানসিক চাপটা প্রথমে সরিয়ে ব্যাট করতে নামুন ৷ পাশাপাশি যেহেতু বলেছেন আপনার স্ত্রী বিছানায় নড়াচড়া বিশেষ করেন না মানে করতে পারেন না সেটাও কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় ৷ এটা তাঁর অসুস্থতা বাড়িয়ে দেবে ৷ ফলে তাঁকেও বুঝিয়ে বলুন ওজন কমানোর বিষয়টি ৷ নিশ্চয় চিকিৎসকের পরামর্শ মেনে চললে অতিরিক্ত ওজন ঝরানো সম্ভব ৷ Representive Photo
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
‘‘আমার স্ত্রী একটু মোটা, আমাদের যৌন মিলন দীর্ঘস্থায়ী হচ্ছে না ’’- কী করব ?