Cooking Tips: কিছুতেই দোকানের মতো হচ্ছে না বাড়িতে বানানো কেক! সঠিক পদ্ধতিটা জানা আছে তো?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
বেকিং পাউডারের পরিমাণটা পারফেক্ট হতে হবে, যেন কম বা বেশি না হয়। নয়তো কেক ফুলবে না। কেকের ব্যাটার তৈরি করে কখনও দেরি করা যাবে না।
advertisement
1/6

কেক তো দোকান থেকে কিনে খান। সেই কেক কখনো বাড়িতে তৈরি করার ইচ্ছা হলে কী করবেন জানুন খাদ্য বিশারদ অরবিন্দা স্ব-এর কাছে।
advertisement
2/6
কেক তৈরির আগে একটা খাতায় লিখে নিতে হবে কী কী দরকার। এরপর বেকিং প্যানে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিতে হবে।
advertisement
3/6
ফ্রিজ থেকে ডিম ১ ঘণ্টা আগে বের করে নিয়ে, যেখানে কেক বেক করবেন সেই হাঁড়িটা রেডি রাখতে হবে। কেক কতটা সফট হবে তা নির্ভর করে ডিমের ফোমের উপর।
advertisement
4/6
ডিমের ফোমটা যদি পারফেক্ট হয় কেকটা এমনিতেই ফুলবে। বেকিং পাউডার বেশি ব্যবহার করা যাবে না।
advertisement
5/6
বেকিং পাউডারের পরিমাণটা পারফেক্ট হতে হবে, যেন কম বা বেশি না হয়। নয়তো কেক ফুলবে না। কেকের ব্যাটার তৈরি করে কখনও দেরি করা যাবে না।
advertisement
6/6
কেকের ব্যাটার রেডি করে যখন কেক মোল্ডে দেবেন তখন একটু উঁচু থেকে ব্যাটারটা ঢালবেন। নজর রাখবেন কেক তৈরি কখন শেষ হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cooking Tips: কিছুতেই দোকানের মতো হচ্ছে না বাড়িতে বানানো কেক! সঠিক পদ্ধতিটা জানা আছে তো?