TRENDING:

রান্নাতে কর্নফ্লাওয়ার ব্যবহার তো করেই থাকেন, জেনে নিন এর কয়েকটি ভিন্ন ব্যবহার

Last Updated:
রান্নাঘরের অতি পরিচিত উপকরণ কর্নফ্লাওয়ার। নানা রকমের মুখরোচক রান্নায় এর ব্যবহার হয়ে থাকে। কিন্তু জানেন কি, শুধু রান্নার কাজে নয়, আপনার ছোট খাটো সমস্যার সমাধান নিমেষেই করে দিতে পারে কর্নফ্লাওয়ার।
advertisement
1/9
রান্নাতে কর্নফ্লাওয়ার ব্যবহার তো করেই থাকেন, জেনে নিন এর কয়েকটি ভিন্ন ব্যবহার
ভাজা খাবার মচমচে করতে বা চাইনিজ খাবার রান্নায় ব্যবহৃত হয় কর্ন ফ্লাওয়ার। তবে শুধু রান্নার কাজেই নয়, ঘরোয়া নানা টুকিটাকি সমস্যার সমাধানেও কর্ন ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন।
advertisement
2/9
জানালার গ্লাস পরিষ্কার করতে জানালার গ্লাস পরিষ্কার ও চকচকে করতে কর্নফ্লাওয়ারকে কাজে লাগাতে পারেন। কর্নফ্লাওয়ারের সঙ্গে কিছুটা জল মিশিয়ে কাঁচে লাগিয়ে একটি কাপড় দিয়ে আলতো করে ঘষে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। কাঁচে ধুলো জমে ঝাপসা হয়ে গেলে হালকা গরম জলে ২ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। কাঁচের উপর এই মিশ্রণ স্প্রে করে খবরের কাগজ দিয়ে মুছে নিন। কাঁচ চকচকে হবে।
advertisement
3/9
পা ঘামা থেকে মুক্তি পেতে জুতা-মোজা পরলে পা ঘেমে যায়? মোজা পরার আগে কিছুটা কর্নফ্লাওয়ার পায়ে হালকা করে লাগিয়ে নিন। পা-ঘামার সমস্যা থেকে মুক্তি পাবেন। এ ছাড়া জুতায় দুর্গন্ধ হলে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে রাখুন। সারারাত রেখে সকালে ঝেড়ে নিন।
advertisement
4/9
পোশাক থেকে দাগ তুলতে পোশাকে তেলের দাগ লাগলে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিন। ১৫-২০ মিনিট পর নরম ব্রাশ দিয়ে জায়গাটা ঘষে নিন। দাগ উঠে যাবে। পোশাকে কালি বা শক্তিশালী দাগ লাগলে কিছুটা কর্নফ্লাওয়ার জলের সঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখুন দাগের উপর। অল্প ভেজা থাকা অবস্থায় নরম টুথব্রাশ দিয়ে জায়গাটা ঘষে দিন।
advertisement
5/9
পোকা দূর করতে সমপরিমাণ কর্নফ্লাওয়ার এবং প্লাস্টার অব প্যারিস একসঙ্গে মিশিয়ে পোকা ঢোকার রাস্তায় দিয়ে রাখুন। পোকা আসবে না। ঘরের মেঝেতে, দরজার কোণায় পোকামাকড়ের বাসা থাকলে একইভাবে কর্ন ফ্লাওয়ার এবং প্লাস্টার অব প্যারিস একসঙ্গে মিশিয়ে জলের সঙ্গে গুলে পেস্ট বানিয়ে নিন। পোকার বাসার মুখ এই পেস্ট দিয়ে বন্ধ করে দিন। পোকার উপদ্রব দূর হবে।
advertisement
6/9
advertisement
7/9
রান্নার সমস্যা সমাধানে তরকারির ঝোল খুব বেশি পাতলা হয়ে গেছে? তরকারি আঁচে বসিয়ে খানিকটা কর্নফ্লাওয়ার দিন। ভালো করে নাড়ুন। ঝোল ঘন হবে। আবার স্বাদও বাড়বে।
advertisement
8/9
রূপচর্চায় খুব তৈলাক্ত ত্বক হলে ট্যালকম পাউডারের সঙ্গে সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি শরীরের অতিরিক্ত তেল শুষে নেবে এবং সহজে ঘাম হবে না।
advertisement
9/9
পোশাকের মাড় হিসেবে চটজলদি পোশাকে মাড় দেওয়ার জন্য জলের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে গরম করুন। মিশ্রণ ঘন হয়ে গেলে ব্যবহার করুন মাড় হিসেবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
রান্নাতে কর্নফ্লাওয়ার ব্যবহার তো করেই থাকেন, জেনে নিন এর কয়েকটি ভিন্ন ব্যবহার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল