Lady Finger Health Benefit: এই সবজি খেয়ে কিছু লাভ হয় নাকি, শুধু শুধু কি আর ঢ্যাঁড়শ বলা হয়, গুণে ঠাসা, আটকায় একাধিক রোগ
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
হাজার রোগের সমাধান ঢ্যাঁড়শ, এই সবজি কীভাবে খাবেন জেনে নিন
advertisement
1/7

: হাজারো রোগের সমাধান ঢেঁড়সেই । ডাল দিয়ে ঢেঁড়স কিংবা ঢেঁড়সের সবজি বা ভাজা। অনেকেই ভালবাসেন এই ভাবে ঢেঁড়স খেতে। তবে এই ঢেঁড়সের আসল গুণাগুণ পেতে হলে ডালে ঢেঁড়স সিদ্ধ করে কিংবা সারারাত জলে ঢেঁড়স ভিজিয়ে রেখে সেই জল খেলে পাবেন বহুগুণ উপকারিতা । বিশিষ্ট পুষ্টিবিদ কিংশুক প্রামানিক জানিয়েছেন ঢেঁড়শের গুণ ও দোষ দুটোই রয়েছে৷
advertisement
2/7
১.কিডনির কর্মক্ষমতা বাড়িয়ে দেয়: নিয়মিত এক বাটি করে ঢেঁড়সের তরকারি খেলে কিডনির ভেতর জমতে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে।
advertisement
3/7
২.কনস্টিপেশনের প্রকোপ কমায়: ঢেঁড়সের শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না, সেই সঙ্গে কনস্টিপেশন, বদ–হজম এবং গ্যাস–অম্বলের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।
advertisement
4/7
৩.ক্যান্সার রোগকে প্রতিরোধ করে: প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে৷
advertisement
5/7
তেমনি শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের কোষেদের গঠনে পরিবর্তন করার কোনও সুযোগই দেয় না।
advertisement
6/7
৪. ওজন নিয়ন্ত্রণে চলে আসে: অতিরিক্ত কারণে যদি চিন্তায় থাকেন, তাহলে প্রতিদিনের ডায়েটে ঢেঁরসের অন্তর্ভুক্তি মাস্ট! কারণ এই সবজিটির ভেতর থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে।
advertisement
7/7
ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে। সেই সঙ্গে বারে বারে খাওয়ার ইচ্ছাও চলে যায়। ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারে কমে যায়। Input- Piya Gupta
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lady Finger Health Benefit: এই সবজি খেয়ে কিছু লাভ হয় নাকি, শুধু শুধু কি আর ঢ্যাঁড়শ বলা হয়, গুণে ঠাসা, আটকায় একাধিক রোগ