Korean Hair Care Tips: হেয়ার স্পা, দামী সিরামেও কাজ হচ্ছে না? বাড়িতে নরম তুলতুলে চুল পেতে ভাতের মাড় ব্যবহার করুন, ম্যাজিকের মতো ফল
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Korean Hair Care Tips: নিয়মিত অল্প পরিমাণ ভাতের মাড়ের সাহায্যে চুল ধুয়ে নিলে মাথার ত্বকের প্রয়োজনীয় পুষ্টি ও আর্দ্রতা পাবে।
advertisement
1/5

ভাতের মাড়ের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এতে আছে উচ্চ মাত্রার ভিটামিন যা চুল উজ্জ্বল করে। ভাতের মাড়ে থাকা ভিটামিন বি ও ই চুল নরম ও চকচকে করতে সাহায্য করে। রুক্ষভাব চলে যায় এবং চুল হয় স্বাস্থ্যকর।
advertisement
2/5
বিউটিসিয়ান দেবারতি ঘোষ জানান, "চুলের অর্ধেক সৌন্দর্য নষ্ট হয়ে যায় আগা ফাটার সমস্যায়। চুলের আগা ফাটার পেছনে বিভিন্ন কারণ থাকলেও মূলত প্রোটিনের অভাবে এই সমস্যাটি দেখা দেয়। সেক্ষেত্রে ভাতের মাড় খুব উপকারী।"
advertisement
3/5
মাথার ত্বককে আলতো করে পরিষ্কার করতে সাহায্য করে ভাতের মাড়। চুলে প্রচুর প্রসাধনী ব্যবহারের ফলে জ্বালা পোড়া এবং চুলকানি হতে পারে। ভাতের মাড় এক্ষেত্রে খুব উপকারী।
advertisement
4/5
ভাতের মাড়ে ইনোসিটল নামে একটি যৌগ রয়েছে, যা চুল মজবুত এবং চুল পড়া প্রতিরোধে সহায়তা করে। এছাড়া পাতলা চুলকে মজবুত করে, ক্ষয় রোধ করে এবং চুল সহজে ভেঙে যায় না।
advertisement
5/5
শ্যাম্পু ব্যবহারের পরে ভাতের মাড় ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। কারণ এতে প্রাকৃতিকভাবে পাওয়া ভিটামিন এবং পুষ্টি যেমন জ্বালা পোড়া কমায়, চুলকানি থেকে মাথার ত্বককে রক্ষা করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Korean Hair Care Tips: হেয়ার স্পা, দামী সিরামেও কাজ হচ্ছে না? বাড়িতে নরম তুলতুলে চুল পেতে ভাতের মাড় ব্যবহার করুন, ম্যাজিকের মতো ফল