TRENDING:

Offbeat Travel Destination: জানালা খুললেই হিমালয়! মেঘপিওনের চিঠি পেতে কম খরচে আসুন বনপাহাড়ের এই গ্রামে

Last Updated:
প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান? সোজা চলুন কোলাখামে। পাহাড়ের নির্জনতায় এক অপূর্ব গ্রাম। মিলবে মনের শান্তি প্রাণের আরাম।
advertisement
1/6
জানালা খুললেই হিমালয়! মেঘপিওনের চিঠি পেতে কম খরচে আসুন বনপাহাড়ের এই গ্রামে
বুক ভরে নিশ্বাস নিতে আর অপার শান্তি পেতে সকলের মন যেন মুখিয়ে থাকে। আপনার বেড়ানোর তালিকায় তাহলে রাখতে পারেন কোলাখাম।
advertisement
2/6
পাহাড়ের নির্জনতায় এক অপূর্ব গ্রাম। মনের শান্তি প্রাণের আরাম। পাহাড় বলতে যা কিছু চান, সবটা আছে এখানে।
advertisement
3/6
এনজেপি থেকে কোলাখামের দূরত্ব প্রায় ১০৫ কিলোমিটার। এনজেপি থেকে টানা গাড়িতে চলে যেতে পারেন কোলাখাম। যাওয়ার পথে যা দেখবেন সেটাও সারাজীবনের সঙ্গী হয়ে থাকবে।
advertisement
4/6
কোলাখাম যখন যাবেন তার প্রধান আকর্ষণ হল ছাঙ্গে জলপ্রপাত। সেটা দেখতে কিন্তু একেবারেই ভুলবেন না।
advertisement
5/6
নেওরাভ্যালি ন্যাশনাল পার্কের এলাকায় কোলাখাম। এই রাস্তা দিয়েই অনেকে ট্রেকিং করেন। কাজেই আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে তো কথাই নেই।
advertisement
6/6
কোলাখামে ১৫টার মতো হোমস্টে আছে। ভাড়া ৪ সজ্জার ঘর ১৮০০ থেকে ২০০০ টাকা। সারাদিন রাত এর খাবার খরচ ৫০০ টাকা জন প্রতি দিন প্রতি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Offbeat Travel Destination: জানালা খুললেই হিমালয়! মেঘপিওনের চিঠি পেতে কম খরচে আসুন বনপাহাড়ের এই গ্রামে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল