Offbeat Travel Destination: জানালা খুললেই হিমালয়! মেঘপিওনের চিঠি পেতে কম খরচে আসুন বনপাহাড়ের এই গ্রামে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান? সোজা চলুন কোলাখামে। পাহাড়ের নির্জনতায় এক অপূর্ব গ্রাম। মিলবে মনের শান্তি প্রাণের আরাম।
advertisement
1/6

বুক ভরে নিশ্বাস নিতে আর অপার শান্তি পেতে সকলের মন যেন মুখিয়ে থাকে। আপনার বেড়ানোর তালিকায় তাহলে রাখতে পারেন কোলাখাম।
advertisement
2/6
পাহাড়ের নির্জনতায় এক অপূর্ব গ্রাম। মনের শান্তি প্রাণের আরাম। পাহাড় বলতে যা কিছু চান, সবটা আছে এখানে।
advertisement
3/6
এনজেপি থেকে কোলাখামের দূরত্ব প্রায় ১০৫ কিলোমিটার। এনজেপি থেকে টানা গাড়িতে চলে যেতে পারেন কোলাখাম। যাওয়ার পথে যা দেখবেন সেটাও সারাজীবনের সঙ্গী হয়ে থাকবে।
advertisement
4/6
কোলাখাম যখন যাবেন তার প্রধান আকর্ষণ হল ছাঙ্গে জলপ্রপাত। সেটা দেখতে কিন্তু একেবারেই ভুলবেন না।
advertisement
5/6
নেওরাভ্যালি ন্যাশনাল পার্কের এলাকায় কোলাখাম। এই রাস্তা দিয়েই অনেকে ট্রেকিং করেন। কাজেই আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে তো কথাই নেই।
advertisement
6/6
কোলাখামে ১৫টার মতো হোমস্টে আছে। ভাড়া ৪ সজ্জার ঘর ১৮০০ থেকে ২০০০ টাকা। সারাদিন রাত এর খাবার খরচ ৫০০ টাকা জন প্রতি দিন প্রতি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Offbeat Travel Destination: জানালা খুললেই হিমালয়! মেঘপিওনের চিঠি পেতে কম খরচে আসুন বনপাহাড়ের এই গ্রামে