TRENDING:

Mosquitoes Bite: বিয়ার খেলে মশা বেশি কামড়ায়! অদ্ভুত এই বিষয়টা জানেন?

Last Updated:
তাই গরমের দিনে বিয়ার খাওয়ার আগে আরেকবার ভাবুন। (Mosquitoes Bite)
advertisement
1/7
বিয়ার খেলে মশা বেশি কামড়ায়! অদ্ভুত এই বিষয়টা জানেন?
মশার কামড় থেকে কী না হয়। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, আরও কত কী। তাই একটাও মশা যাতে না কামড়ায়, সব সময় সতর্ক থাকতে হয় (Mosquitoes Bite)। অনেক সতর্কতা সত্ত্বেও কিছু মানুষকে মশা যেন একটু বেশিই কামড়ায় (Mosquitoes Bite)। অথচ পাশের লোককে হয়তো অতটাও কামড়াচ্ছে না। কখনও ভেবে দেখেছেন, কেন এমন হয়? এর সঙ্গে অদ্ভুত যোগ রয়েেছ বিয়ারের। তাই গরমের দিনে বিয়ার খাওয়ার আগে আরেকবার ভাবুন। (Mosquitoes Bite)
advertisement
2/7
কারও কারও শরীরের গন্ধ মশার কাছে বেশি প্রিয়। তাঁর মতে, আমাদের ত্বক থেকে নিঃসৃত কিছু রাসায়নিক যেমন, ল্যাকটিক অ্যাসিড মশাকে বেশি আকর্ষণ করে।
advertisement
3/7
যাঁদের শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড বেশি নির্গত হয়, তাঁদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়। এ ছাড়াও পরীক্ষা করে দেখা গিয়েছে, 'O' গ্রুপের রক্তের মানুষকে মশা বেশি কামড়ায়।
advertisement
4/7
গবেষকদের দাবি, গর্ভবতী মহিলা, যাঁদের শরীর অতিরিক্ত মেদযুক্ত তাঁদের প্রতিও মশা বেশি আকৃষ্ট হয়।
advertisement
5/7
শরীর চর্চার পর মশা বেশি কামড়ায়। কারণ তখন শরীর থেকে ঘাম নির্গত হয়। সেই সময় মশা আকৃষ্ট হয়।
advertisement
6/7
শরীরের তাপমাত্রা যাঁদের একটু বেশি কিংবা যাঁরা বিয়ার জাতীয় অ্যালকোহল খান এবং শরীর থেকে বেশি ঘাম নির্গত হয় তাঁদের প্রতিও মশা বেশি আকৃষ্ট হয়। শরীর থেকে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছড়ালেও মশার কামড় বেশি খেতে হবে।
advertisement
7/7
গাঢ় রঙের জামা পরলেও মশা বেশিই ধেয়ে আসে। এছাড়াও খুব বেশি চলে-ফিরে বেড়ালে বা গতিতে থাকলেও মশার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পারেন আপনি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mosquitoes Bite: বিয়ার খেলে মশা বেশি কামড়ায়! অদ্ভুত এই বিষয়টা জানেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল