Kitchen Hacks: থরে থরে বরফ জমে বন্ধ ফ্রিজ? আজই বাড়িতে ৫টে টিপস ট্রাই করুন, মিলবেই প্রতিকার!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Kitchen Hacks: ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি অতিরিক্ত বরফ জমে যাওয়া এবং পরে তা ধীরে ধীরে গলে পুরো বাড়িতে এক রকম বন্যার সৃষ্টি করা। অনেকের ফ্রিজে প্রায়ই বরফের মোটা লেয়ার পড়ে যায়।
advertisement
1/11

বাড়িতে ফ্রিজ নেই এমন মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তেমনি, ফ্রিজ থাকলে যেমন অনেক সুবিধা হয় বাড়িতে তা পরিচর্যা করতে ততই ঝামেলা পোহাতে হয়।
advertisement
2/11
ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি অতিরিক্ত বরফ জমে যাওয়া এবং পরে তা ধীরে ধীরে গলে পুরো বাড়িতে এক রকম বন্যার সৃষ্টি করা। অনেকের ফ্রিজে প্রায়ই বরফের মোটা লেয়ার পড়ে যায়। ফলে ফ্রিজে রাখা জিনিসগুলো প্রয়োজনের সময় বের করা দূরহ হয়ে পড়ে।
advertisement
3/11
ফ্রিজে অতিরিক্ত বরফ জমার কারণঃআপনার ফ্রিজটিতে যদি থার্মোস্টেট সঠিক তাপমাত্রায় না থাকে তবে তা অতিরিক্ত বরফ জমার কারণ হয়ে দাঁড়ায়। অন্তত ১৫ দিনে একবার ফ্রিজের থার্মোস্টেটটি পরীক্ষা করুন। যদি না থাকে তবে তা ইনস্টল করুন।
advertisement
4/11
প্রতিকার-সঠিক স্থানে ফ্রিজ রাখাঃ ফ্রিজগুলোর যা ফ্রোস্ট টাইপ তাতে সাধারণ বরফ জমা স্বাভাবিক। কিন্তু ফ্রিজের অনেক সমস্যা অসতর্কতার কারণেই হয়। সর্বপ্রথম যে বিষয়টি তা হলো সঠিক স্থানে ফ্রিজ বসানো। কিচেনে যদি এক্সহস্ট সিস্টেম ভাল না থাকে তবে ফ্রিজটি যেন কিচেনে না রাখা হয়। দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে ফ্রিজের অবস্থান নির্বাচন করুন। এতে ফ্রিজের কম্প্রেসার সহজে ঠান্ডা হতে পারে।
advertisement
5/11
১-যে কোনও ফ্রিজের একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। তাই অতিরিক্ত জিনিস রাখা মানে নতুন ঝক্কির সৃষ্টি করা। প্রথমত, এই কারণে ফ্রিজের ভিতরে বাড়তি তাপ সৃষ্টি হবে। যার ফলে ফ্রিজের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হবে। তাই কখন খাবার ঠাণ্ডা হবে না তো আবার কখনও বরফ জমে চাই হয়ে যাবে।
advertisement
6/11
২-কাজের ব্যস্ততার সময় একটা বিষয়ে অবহেলা হয় যে, ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ করা হয় না এবং ময়লা হাতেই ফ্রিজটি বারবার খেলা হয়। মনে রাখবেন, ফ্রিজ একটি যন্ত্র, এতে ঠান্ডা পরিবেশ যেমন তৈরি হয় তেমনি প্রতিবার দরজা খোলার কারণে কিছু তাপমাত্রা বেড়ে যায় এবং পুনরায় ঠান্ডা হতে সময় লাগে। ফ্রিজ খোলার পর নিশ্চিত করুন দরজাটি ভালোভাবে এটে গেছে। সঠিক ব্যবহার না হলেই ফ্রিজে যান্ত্রিক ত্রুটি দেখা দিবে এটা একেবারে স্বাভাবিক।
advertisement
7/11
জমা বরফ পরিষ্কারের সহজ উপায়-প্রথম ধাপঃ ফ্রিজটিতে যেহেতু প্রচুর বরফ জমেছে তাই এর পাওয়ারটি আনপ্লাগ করুন এবং কিছু সময় অপেক্ষা করুন যাতে বরফগুলো কিছুটা নমনীয় হয়। কিছু গরম জল স্প্রে করতে পারেন।
advertisement
8/11
দ্বিতীয় ধাপঃএরপর ফ্রিজ থেকে অনেক জল ড্রেইন করবে। তাই ফোম অথবা পুরানো কাপড় দিয়ে ফ্রিজের চারপাশ ঘিরে ফেলুন। তাতে কাজ অনেক সহজ হবে। নইলে এই জল সারা ঘরে ভরে যাবে। যা পরবর্তীতে পরিষ্কার করা খুবই কঠিন।
advertisement
9/11
তৃতীয় ধাপঃএই জলগুলো অনেক সময় দূর্গন্ধযুক্ত হয় তাই মাস্ক ও গ্লাভস পরে কাজে করুন। খুব বেশি সময় নেওয়া যাবে না দ্রুতই বরফগুলো চেঁষে ফেলুন।
advertisement
10/11
চতুর্থ ধাপঃপরিষ্কার করা হয়ে গেলে যতদূর সম্ভব ভিতরটা একেবারে মুছে ড্রাই করে ফেলুন।
advertisement
11/11
পঞ্চম ধাপঃএবার খালি অবস্থায়ই ফ্রিজটি প্লাগ ইন করে সচল করুন। ৩০ মিনিট পর আস্তে আস্তে জিনিসপত্র রাখতে শুরু করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Hacks: থরে থরে বরফ জমে বন্ধ ফ্রিজ? আজই বাড়িতে ৫টে টিপস ট্রাই করুন, মিলবেই প্রতিকার!