Constipation & Ulcer Control: আলসার, কোষ্ঠকাঠিন্য, বুকজ্বালা, পেটফাঁপা, অ্যাসিডিটি ধ্বংস নিমেষে! ডায়াবেটিসেও মহৌষধ এই সস্তার সুপারফুড
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Constipation & Ulcer Control: ক্ষীরা সবচেয়ে হাইড্রেটিং সবজির মধ্যে একটি। ডিহাইড্রেশনের ফলে ক্লান্তি, মাথাব্যথা এমনকি কোষ্ঠকাঠিন্যের মত নানা সমস্যা দেখা দিতে পারে। সেই ঘাটতি পূরণ করতে ক্ষীরা উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য চমৎকার। এমনকি দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে সাহায্য করে।
advertisement
1/5

ফাইবার ও ফ্লুইডসমৃদ্ধ ক্ষীরা শরীরে ফাইবার এবং জলের পরিমাণ বাড়ায়। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকার কারণে ক্ষীরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।
advertisement
2/5
চিকিৎসক অঞ্জলি বক্সী জানান, "ক্ষীরায় প্রচুর পরিমাণে জল এবং ফাইবার থাকে যা দেহের ক্ষতিকারক বিষাক্ত পদার্থ ধ্বংস করে। ফলস্বরূপ আলসার, কোষ্ঠকাঠিন্য, বুকজ্বালা, পেট ফুলে যাওয়া এবং অ্যাসিডিটির মত সমস্যা থেকে মুক্তি মেলে।"
advertisement
3/5
ক্ষীরা খাওয়ার ফলে মুখের দুর্গন্ধযুক্ত ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং মুখের দুর্গন্ধ দূর হয়। এছাড়াও, ক্ষীরা চিবিয়ে খেলেদাঁত ও মাড়ির সমস্যা থেকে নিস্তার মেলে।
advertisement
4/5
ক্ষীরার রস খেলে আর্থ্রাইটিস, অ্যাগজিমা, হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার হতে পারে। মিনারেলসমৃদ্ধ ক্ষীরা নখ ভাল রাখতে বিশেষ উপকারী।
advertisement
5/5
ক্ষীরা গোল গোল করে কেটে চোখের উপর লাগিয়ে রাখলে পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয়, তেমনি চোখের জ্যোতি বাড়াতেও কাজ করে।এমনকি চোখের ছানি পড়া ঠেকাতেও উপকারী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Constipation & Ulcer Control: আলসার, কোষ্ঠকাঠিন্য, বুকজ্বালা, পেটফাঁপা, অ্যাসিডিটি ধ্বংস নিমেষে! ডায়াবেটিসেও মহৌষধ এই সস্তার সুপারফুড