Kalmegh Leaves Health Benefits: স্বাদ ভাল নয়, কিন্তু কাজ অব্যর্থ! ডায়াবেটিসের যম এই গাছের পাতা, ওষুধের খরচা কমে যাবে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Kalmegh Leaves Health Benefits: কালমেঘের স্বাদ তেতো। চিকিৎসক রঞ্জিত দত্ত জানান, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, প্রদাহ কমাতে, অ্যান্টি-অক্সিডেন্ট সুরক্ষা প্রদান করতে, কালমেঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
1/6

লিভারজনিত যে কোনও রকম সমস্যার অব্যর্থ ওষুধ এই কালমেঘ পাতা। এটি লিভার টনিক হিসেবে ব্যবহৃত হয়। অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত কড়া ওষুধ দীর্ঘদিন সেবন করলে লিভার ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে কালমেঘ পাতা এর নিরাময়ক হিসেবে কাজ করে। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
advertisement
2/6
কালমেঘ পাতার রস যে কোনও রকম ঠান্ডা লাগাজনিত রোগ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে। তবে এর স্বাদ অত্যন্ত তিতকুটে, তাই রস খাওয়ার সঙ্গে সঙ্গে এক চামচ মধু খেয়ে নিলে ভাল। চিকিৎসক রঞ্জিত দত্ত জানান, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, প্রদাহ কমাতে, অ্যান্টি-অক্সিডেন্ট সুরক্ষা প্রদান করতে, কালমেঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
3/6
হার্টের রোগ দূর করতে চাইলে আপনাকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে। এক্ষেত্রে মাথায় রাখার বিষয় হল হার্টের অসুখ দূর করতে কালমেঘ খেতে হবে। কারণ শরীরে রক্তপ্রবাহ সচল রাখে কালমেঘ। ফলে রক্ত জমাট বাঁধে না।
advertisement
4/6
কালোমেঘের পাতার রস নিয়মিত শরীরের অনেক সমস্যার ভাল সমাধান। কালমেঘ পাতা ডায়াবেটিসের অব্যর্থ ওষুধ। এটি শরীরে ব্লাড সুগারের পরিমাণকে কম রাখতে সাহায্য করে।
advertisement
5/6
কালমেঘ পাতা রক্তকে পরিশুদ্ধ করার ক্ষমতা রাখে। এছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ফলে আমাদের ত্বকের নানারকম সমস্যার ক্ষেত্রে কালমেঘ পাতা অত্যন্ত কার্যকরী।
advertisement
6/6
পেটের কৃমি দূর করতে কালমেঘের পাতার রস খেলে উপকার দেয়। কৃমি দূর করতে খালি পেটে নিয়মিত এক সপ্তাহ কালমেঘের পাতা রস খেলে উপকার পাওয়া যায়। (রিপোর্টার-- সুস্মিতা গোস্বামী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kalmegh Leaves Health Benefits: স্বাদ ভাল নয়, কিন্তু কাজ অব্যর্থ! ডায়াবেটিসের যম এই গাছের পাতা, ওষুধের খরচা কমে যাবে