TRENDING:

Kalimpong Tourism: দাবাইখোলার জলে রয়েছে বিশেষ ওষধি গুণ! শরীর চাঙ্গা করতে একবার যান, ফুরফুরে মুডে ফিরবেন

Last Updated:
এখানে এলাচের বাগানে হাইকিং করা যায়, সরাসরি গাছ থেকে তাজা স্কোয়াশ সংগ্রহ করা যায়, এমনকি স্থানীয় ওষধি গাছপালা সম্পর্কেও জানা যায়।
advertisement
1/5
দাবাইখোলার জলে রয়েছে বিশেষ ওষধি গুণ! শরীর চাঙ্গা করতে একবার যান, ফুরফুরে মুডে ফিরবেন
ব্যস্ত জীবনের অবকাশে প্রকৃতির কোলে কিছুটা শান্তি খুঁজছেন? পালাতোদে হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। কালিম্পং জেলার ভুটান সীমান্তের কাছে অবস্থিত এই পাহাড়ি গ্রাম নিঃসন্দেহে প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ স্থান।
advertisement
2/5
যাঁরা ‘গেলাম-দেখলাম-ফিরে এলাম’ ধাঁচের ভ্রমণের বদলে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার মতো অভিজ্ঞতা খোঁজেন, তাঁদের জন্য পালাতোদে এক স্বর্গীয় আশ্রয়। এখানে এসে ফোন আর প্রযুক্তির দুনিয়া থেকে কিছুদিনের জন্য নিজেকে সরিয়ে রাখতে পারবেন। সবুজ পাহাড়ে হাঁটতে হাঁটতে পাখির ডাকে সকাল শুরু হবে, আর সন্ধ্যায় মিলবে অপূর্ব সূর্যাস্তের দৃশ্য।
advertisement
3/5
পালাতোদে সময় কাটানোর জন্য কোনও তাড়া নেই, এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হবে ধীরেসুস্থে। ভুটানের পাহাড় হাত বাড়ালেই চোখে পড়ে, শীতকালে বরফে ঢাকা থাকে এই পাহাড়ের চূড়া, বিশেষত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত।
advertisement
4/5
এখানে এলাচের বাগানে হাইকিং করা যায়, সরাসরি গাছ থেকে তাজা স্কোয়াশ সংগ্রহ করা যায়, এমনকি স্থানীয় ওষধি গাছপালা সম্পর্কেও জানা যায়। গাড়িতে চড়ে ঘুরে আসতে পারেন দ্রুক থেকে সাম চোলিং মনাস্টেরি ও দাবাইখোলা নদী। স্থানীয়দের বিশ্বাস, দাবাইখোলার জলে রয়েছে বিশেষ ওষধি গুণ।
advertisement
5/5
কাছের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ঝালং, পারেন ও বিন্দু ঘুরে নিলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। যদি প্রকৃতির মাঝে কিছুদিন কাটিয়ে মানসিক প্রশান্তি খুঁজতে চান, পালাতোদে আপনার জন্য এক নিখুঁত স্থান। ব্যস্ত জীবন থেকে সাময়িক মুক্তি নিতে এখনই পরিকল্পনা করুন এই শান্ত পাহাড়ি গ্রামে ছুটি কাটানোর! তাই শান্তির খোঁজে পালাতোদে, প্রকৃতির মাঝে এক মনের অবকাশ তা কিন্তু বলাই যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kalimpong Tourism: দাবাইখোলার জলে রয়েছে বিশেষ ওষধি গুণ! শরীর চাঙ্গা করতে একবার যান, ফুরফুরে মুডে ফিরবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল