Kalimpong: উত্তরবঙ্গের 'কাশ্মীর' এই হ্যামলেট! কালিম্পংয়ের 'টুডু টাংটা' ঘুরেছেন? কীভাবে যাবেন, কোথায় থাকবেন? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Kalimpong offbeat Tourist Destination: উত্তরবঙ্গের 'কাশ্মীর' এই গ্রাম! হাতের নাগালে থাকা কালিম্পংয়ের এই অজানা স্বর্গ সম্পর্কে জানেন? কালিম্পংয়ের এক অনন্য রত্ন 'টুডু টাংটা' গ্রাম, যা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। তুষার-ঢাকা পাহাড়ের মতো ঠান্ডা আবহাওয়া, সবুজ চা-বাগান, মেঘ ছোঁয়া উপত্যকা, সব মিলিয়ে এক স্বপ্নের রাজ্য।
advertisement
1/5

*উত্তরবঙ্গের 'কাশ্মীর' এই গ্রাম! হাতের নাগালে থাকা কালিম্পংয়ের এই অজানা স্বর্গ সম্পর্কে জানেন? কালিম্পংয়ের এক অনন্য রত্ন 'টুডু টাংটা' গ্রাম, যা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। তুষার-ঢাকা পাহাড়ের মতো ঠান্ডা আবহাওয়া, সবুজ চা-বাগান, মেঘ ছোঁয়া উপত্যকা, সব মিলিয়ে এক স্বপ্নের রাজ্য। এখানকার মনোরম পরিবেশ এবং অপূর্ব সৌন্দর্যের জন্যই একে ‘উত্তরবঙ্গের কাশ্মীর’ বলা হয়।
advertisement
2/5
*যারা ভিড় এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে চান, তাদের জন্য টুডু টাংটা আদর্শ গন্তব্য। চারদিকে ধোঁয়াটে মেঘ, পাহাড়ি নদীর কলকল ধ্বনি আর নির্মল বাতাস যেন কাশ্মীরেরই প্রতিচ্ছবি। ফটোগ্রাফারদের জন্য এটি এক স্বর্গ, যেখানে প্রকৃতির প্রতিটি কোণ সৌন্দর্যে মোড়ানো।
advertisement
3/5
*কাশ্মীরের অনুভূতি এবার উত্তরবঙ্গে! টুডু টাংটা গ্রামে বরফের ছোঁয়া আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। শীতের মরসুমে এখানে ঘন কুয়াশা আর ঠান্ডার প্রকোপ এমন, মনে হবে কাশ্মীরের কোনও পাহাড়ি গ্রামে দাঁড়িয়ে আছেন। তাপমাত্রা কমে যায় একেবারে শূন্য ডিগ্রির কাছাকাছি, পাহাড়ের গায়ে পড়ে শিশিরের আবরণ। তাই স্থানীয় ও পর্যটকদের কাছে এটি ‘উত্তরবঙ্গের কাশ্মীর’ বলে পরিচিত।
advertisement
4/5
*হিমালয়ের কোল ঘেঁষে থাকা এই ছোট্ট গ্রামটি অফবিট ট্র্যাভেলারদের মধ্যে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, শান্ত পরিবেশ আর স্থানীয় লেপচা সংস্কৃতি পর্যটকদের মুগ্ধ করে। যারা পাহাড় ভালবাসে, তারা একবার এলে বারে বারে আসতে চাইবেন।
advertisement
5/5
*প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন এই পাহাড়ি গ্রাম থেকে! ব্যস্ত শহরের কোলাহল থেকে মুক্তি চান, তা হলে কালিম্পংয়ের এই গ্রাম একেবারে উপযুক্ত জায়গা। শান্ত বাতাস, পাহাড়ি পথ, সবুজ বনানী আর স্থানীয় মানুষদের আতিথেয়তা মুগ্ধ করবে যে কাউকে। তাই পর্যটকদের কাছেও ধীরে ধীরে এটি হয়ে উঠছে ‘উত্তরবঙ্গের কাশ্মীর’।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kalimpong: উত্তরবঙ্গের 'কাশ্মীর' এই হ্যামলেট! কালিম্পংয়ের 'টুডু টাংটা' ঘুরেছেন? কীভাবে যাবেন, কোথায় থাকবেন? জানুন