TRENDING:

Jungle Safari Starts In Alipurduar: ঝড়ঝঞ্ঝার দাপট কাটিয়ে দ্রুত ট্যুরিস্টদের স্বাগত জানতে রেডি ডুয়ার্সের জঙ্গল, আপনি প্ল্যান ক্যানসেল করলে পস্তাবেন

Last Updated:
Jungle Safari Starts In Alipurduar: প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে জলদাপাড়া জঙ্গলে শুরু হল সাফারি, চিলাপাতা, কোদালবস্তি, শালকুমারগেটে শুরু হল জঙ্গল সাফারি, বাদ মাদারিহাট গেট 
advertisement
1/5
ট্যুরিস্টদের স্বাগত জানতে রেডি ডুয়ার্সের জঙ্গল, আপনি প্ল্যান ক্যানসেল করলে পস্তাবেন
আলিপুরদুয়ার, অনন্যা দে: জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা, কোদালবস্তি এবং শালকুমার গেটে জঙ্গল সাফারি শুরু হল শুক্রবার সকাল থেকে। এদিন পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা না গেলেও, কিছু পর্যটকের দেখা মিলেছে। তবে জলদাপাড়া মাদারিহাট গেট থেকে এখনও জঙ্গল সাফারি শুরু হয়নি। এই নিয়ে মন খারাপ পর্যটকদের।
advertisement
2/5
জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছাকাছি দেখা যায় তিনটি নদীর অবস্থান তোর্ষা, শিসামারা এবং হলং। গত শনিবার ও রবিবার টানা বৃষ্টির জেরে তিনটি নদীতেই বানভাসি পরিস্থিতি দেখা যায়। ক্ষতিগ্রস্ত হয় এই জঙ্গল।
advertisement
3/5
জলদাপাড়া জাতীয় উদ্যানের মাদারিহাট টুরিস্ট লজ যাওয়ার রাস্তা ক্ষতিগ্রস্ত। শিসামারা নদীর জল ঢুকে পরে গ্রামে গ্রামে। অস্তিত্ব সংকট হতে দেখা যায় বন্যপ্রাণীদের।প্রতিকুলতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে জঙ্গল।
advertisement
4/5
প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিলেন জলদাপাড়ায় আসা পর্যটকরা। তাঁদের উদ্ধার করতে নামানো হয়েছিল কখনও কুনকি হাতি আবার কখনও নদীতে ফেলা হয়েছিল দড়ি। এই স্মৃতি ভুলে ফিরবেন পর্যটকরা আশাবাদী বন বিভাগ।
advertisement
5/5
শুক্রবার সকালে চিলাপাতা, কোদালবস্তি এলাকায় গিয়ে দেখা গেল পর্যটকদের সাফারি করতে। কোথাও তিন শিফট আবার কোথাও চার শিফটে সাফারি হয় বলে বন বিভাগের তরফে জানা যায়।কলকাতা থেকে আসা বীথি দাস নামের এক পর্যটক জানান, "বন্যপ্রাণীর দেখা মিলছে। জঙ্গল ঠিক রয়েছে। আমি বলব বাকি পর্যটকদের আসতে, ভয়ের কিছু নেই।"
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jungle Safari Starts In Alipurduar: ঝড়ঝঞ্ঝার দাপট কাটিয়ে দ্রুত ট্যুরিস্টদের স্বাগত জানতে রেডি ডুয়ার্সের জঙ্গল, আপনি প্ল্যান ক্যানসেল করলে পস্তাবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল