JagannathDev SnanYatra 2023 : আসছে জগন্নাথদেবের স্নানযাত্রা, কবে সেই পুণ্যতিথি, স্নানপূর্ণিমা থাকবে কত ক্ষণ, জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
JagannathDev SnanYatra 2023 : আষাঢ়ে রথযাত্রার আগে জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা
advertisement
1/10

আষাঢ়ে রথযাত্রার আগে জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা। এই তিথিতে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন সিংহাসন থেকে স্থানান্তরিত হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
advertisement
2/10
তার পর তিন দেবদেবীকে শোভাযাত্রা করে নিয়ে আসা হয় স্নানবেদিতে। বাদ্যযন্ত্র এবং মন্ত্রোচ্চারণে মন্দ্রিত এই শোভাযাত্রাকে বলা হয় পহান্ডি। তার পর মন্ত্রপাঠ-সহ সব রীতি নীতি ও উপাচার পালন করে উদযাপিত হয় জগন্নাথ-বলরাম--সুভদ্রার স্নানযাত্রা।
advertisement
3/10
মোট ১০৮ কলসের জল এবং অন্যান্য উপাদানে স্নানাভিষেক করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। কথিত, গ্রীষ্মের তপ্ত আবহাওয়ায় এই স্নানযাত্রা খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
4/10
স্নানযাত্রার পর তিন দেবদেবীকে পরানো হয় সাদা বেশ। পরে তাঁদের বসন হয় হাতি বেশ। এই হাতি বেশ গণেশ বা গণপতিরই একটি রূপ। স্নানপূর্ণিমা উপলক্ষে নিবেদন করা হয় বিশেষ ভোগ।
advertisement
5/10
বলা হয়, স্নানযাত্রার পর বিগ্রহের ঠান্ডা লাগে। তাই মন্দিরের অনসর কক্ষে তাঁদের রাখা হয়। সেখানে আয়ুর্বেদিক মতে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের সেবা ও শুশ্রূষা করেন রাজবৈদ্য।
advertisement
6/10
যত দিন তিন বিগ্রহ অনসর কক্ষে থাকেন, তত দিন পালিত হয় অনসর পর্ব। এই পক্ষকালে পুণ্যার্থীরা তাঁদের দর্শনলাভ করতে পারেন না।
advertisement
7/10
এক পক্ষকাল অতিবাহিত হলে তিন বিগ্রহকে দেখতে পান অগণিত ভক্ত। এর পর চলে রথযাত্রার জন্য অপেক্ষা।
advertisement
8/10
এ বছর জগন্নাথদেবের স্নানযাত্রা বা স্নানপূর্ণিমা পালিত হবে আগামী ৪ জুন, রবিবার। এই দিনটিকে বলা হয় দেবস্নানযাত্রাও।
advertisement
9/10
পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শনিবার, ৩ জুন সকাল ১১.১৭ মিনিটে। পূর্ণিমা থাকবে ৪ জুন সকাল ৯.১১ মিনিট পর্যন্ত।
advertisement
10/10
স্নানযাত্রার পর শুরু হবে আষাঢ়ের রথযাত্রার জন্য অপেক্ষা। এ বছর রথযাত্রা পড়েছে ২০ জুন, রবিবার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
JagannathDev SnanYatra 2023 : আসছে জগন্নাথদেবের স্নানযাত্রা, কবে সেই পুণ্যতিথি, স্নানপূর্ণিমা থাকবে কত ক্ষণ, জেনে নিন