TRENDING:

Itu Puja Rules 2024: রাত পোহালেই ইতুপুজো! এই খাবার খেলেই সংসারে নেমে আসবে অভাবের কালো ছায়া! তছনছ জীবন! জানুন ব্রত করলে কী খাবেন

Last Updated:
Itu Puja Rules 2024: একটি মত বলে ইতু পুজো আসলে সূর্যদেবের পুজো৷ সূর্যের আর এক নাম সবিতা এবং মিত্র৷ এই সবিতার বা মিত্র শব্দের অপভ্রংশ হল ইতু৷ আবার অন্য মতে ইতুপুজোয় আসলে উপাসন করা হয় ইন্দ্রের৷ লোকাচারে ইতুর আরাধ্য দেবতা থেকে দেবীও হয়েছেন কোথাও কোথাও। তাই অনেকে একে বলেন ইতুলক্ষ্মীর পুজো
advertisement
1/8
রাত পোহালেই ইতুপুজো! এই খাবার খেলেই আসবে অভাবের কালো ছায়া! কী খাবেন জানুন
রাত পোহালে অগ্রহায়ণ মাসের রবিবার। পালিত হবে ইতুপুজোর ব্রত। জেনে নিন যাঁরা ব্রতপালন করছেন তাঁরা কী কী করবেন। ইতুপুজোর ব্রতীরা এই নিয়ম পালন করলে সংসারে দুঃখ কষ্ট থাকে না। আসে টাকার বৃষ্টি। সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে থাকে জীবন। বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল।
advertisement
2/8
একটি মত বলে ইতু পুজো আসলে সূর্যদেবের পুজো৷ সূর্যের আর এক নাম সবিতা এবং মিত্র৷ এই সবিতার বা মিত্র শব্দের অপভ্রংশ হল ইতু৷ আবার অন্য মতে ইতুপুজোয় আসলে উপাসন করা হয় ইন্দ্রের৷ লোকাচারে ইতুর আরাধ্য দেবতা থেকে দেবীও হয়েছেন কোথাও কোথাও। তাই অনেকে একে বলেন ইতুলক্ষ্মীর পুজো।
advertisement
3/8
কার্তিক সংক্রান্তিতে (মাসের শেষ দিন) এই ব্রত শুরু হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে এই ব্রত পালন করা হয়। অগ্রহায়ণের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্য দিয়ে।
advertisement
4/8
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এ বছর ইতুপুজো শুরু হয়েছে ৩০ কার্তিক, শনিবার বা ১৬ নভেম্বর৷ এই ব্রত শেষ হবে ২৯ অগ্রহায়ণ, রবিবার৷ ইংরেজিতে ১৫ ডিসেম্বর৷ গুপ্তপ্রেস পঞ্জিকা অনযায়ী ইতুপুজো শুরু হয়েছে ৩০ কার্তিক বা ১৬ নভেম্বর, শনিবার৷ ইতুপুজোর সমাপন এবং বিসর্জন হবে ৩০ অগ্রহায়ণ, ১৬ ডিসেম্বর৷
advertisement
5/8
একটি মাটির ঘটে মাটি ভরে কচু, কলমি লতা, আখ, শুষনি, ধান, পাঁচ কলাই প্রভৃতি (পারিবারিক প্রথা অনুসারে গাছ এবং রীতি পাল্টে যায়) গাছ এবং বীজ বপন করে ইতু বানিয়ে তাকে পূজা করা হয়। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করা এই পুজোর রীতি।
advertisement
6/8
অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় এবং ইতুর ব্রত কথা শুনতে হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতুর বিসর্জন দিতে হয়।
advertisement
7/8
যাঁরা ইতুপুজোর ব্রতপালন করছেন, তাঁরা রবিবারে পুজোর দিন উপবাস ভঙ্গ করুন ফলপ্রসাদ খেয়ে। এ দিন আমিষ খাবার গ্রহণ করবেন না। নিরামিষ আহার গ্রহণ করুন। তেল, হলুদ ছাড়া খাবার খাবেন। দুপুরে খান সিদ্ধভাত। সারা দিনে এক বার অন্নগ্রহণ করতে পারেন। তবে রাতে ময়দার লুচি বা পরোটা খাওয়াই বাঞ্ছনীয়। মুড়ি খেলে শুকনো মুড়ি খান। কখনওই মেখে মুড়ি খাবেন না।
advertisement
8/8
ইতুপুজোর ব্রত জীবনে একবার শুরু করলে জীবনভর পালন করতে হয়। মনে করা হয় এই ব্রত পালন করলে ধনধান্যে ভরে থাকে সংসার। সন্তান লাভ হয়। সন্তানের মঙ্গল ও কল্যাণ হয়। অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায় সূর্যদেবের আশীর্বাদে। দারিদ্র দূর হয় জীবন থেকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Itu Puja Rules 2024: রাত পোহালেই ইতুপুজো! এই খাবার খেলেই সংসারে নেমে আসবে অভাবের কালো ছায়া! তছনছ জীবন! জানুন ব্রত করলে কী খাবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল