TRENDING:

North Bengal Tourism: বর্ষায় পাহাড় ট্যুর!দুরন্ত adventure-এর জন্য বিরাট সুযোগ করে দিল ভারতীয় রেল,আজই খোঁজ নিন

Last Updated:
২১ কোচের এই ট্রেনে ১৬ টি এসি থ্রি টিয়ার কোচ রয়েছে। স্লিপার কোচ রয়েছে দুটি। পুরোপুরি বুকিং হয়েছে আজ এই ট্রেনের ।
advertisement
1/5
বর্ষায় পাহাড় ট্যুর!দুরন্ত adventure-এর জন্য বিরাট সুযোগ করে দিল ভারতীয় রেল,আজই খোঁজ নিন
ট্রেনের চালক সেলফিতে মত্ত ট্রেনের সঙ্গে কারণ তাঁর জেলাতে প্রথম দূরপাল্লার ট্রেন চালু হল।
advertisement
2/5
জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহ যাবার ক্ষেত্রে সুবিধে হল জলপাইগুড়ি শিয়ালদহ নতুন ট্রেন চালু করার খুশির আবহ তিস্তা পাড়ে।
advertisement
3/5
শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ জলপাইগুড়ি রোড় টু শিয়ালদহ ট্রেন।
advertisement
4/5
নতুন ট্রেন পেয়ে আত্মহারা কার্তিক চন্দ্র দাস, কারণ নতুন এই ট্রেনটি কার্তিক বাবুর মামা বাড়ি মুর্শিদাবাদ ছুঁয়ে কলকাতা পৌঁছবে।
advertisement
5/5
২১ কোচের এই ট্রেনে ১৬ টি এসি থ্রি টিয়ার কোচ রয়েছে। স্লিপার কোচ রয়েছে দুটি। পুরোপুরি বুকিং হয়েছে আজ এই ট্রেনের । আগামী ২০ জুন থেকে ট্রেনটি পুরোদমে চলবে। ফলে তখন ট্রেনটির চাহিদা বাড়বে বলে মনে করছেন রেলের আধিকারিকরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal Tourism: বর্ষায় পাহাড় ট্যুর!দুরন্ত adventure-এর জন্য বিরাট সুযোগ করে দিল ভারতীয় রেল,আজই খোঁজ নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল