TRENDING:

বিছানায় ঝড় তুলতে পারছেন না? স্মার্টফোনই শত্রু , বলছে গবেষণা

Last Updated:
ব্রিজহ্যাম ইউনিভাসির্টির গবেষণা চালিয়েছেন ১৪৩ জনের ওপর। তুলে এনেছেন অবিশ্বাস্য তথ্য আপনার। যৌনজীবন অকালে নষ্ট হওয়ার কারণ হিসেবে আপনার স্মার্টফোনটিকেই দায়ী করছেন তাঁরা। সমস্যাটা ঠিক কোথায়?
advertisement
1/6
বিছানায় ঝড় তুলতে পারছেন না? স্মার্টফোনই শত্রু , বলছে গবেষণা
ব্রিজহ্যাম ইউনিভাসির্টির গবেষণা চালিয়েছেন ১৪৩ জনের ওপর। তুলে এনেছেন অবিশ্বাস্য তথ্য আপনার। যৌনজীবন অকালে নষ্ট হওয়ার কারণ হিসেবে আপনার স্মার্টফোনটিকেই দায়ী করছেন তাঁরা। সমস্যাটা ঠিক কোথায়?
advertisement
2/6
গবেষকরা বলছেন বিছানায় স্মার্টফোন এলে লিবিডো নামতে থাকে।
advertisement
3/6
কারণ, সঙ্গী বা সঙ্গিনী মনে করেন উল্টোদিকের মানুষটি তাঁকে গুরুত্ব দিচ্ছে না।
advertisement
4/6
কটু একটু করে কমে আত্মবিশ্বাস। জন্ম নেয় ডিপ্রেশান। বেডরুমে নেমে আসে অকালশৈত্য।
advertisement
5/6
এই অসুখের একটি গালভারি নামও রয়েছে। গবেষক রা একে বলছেন টেকনোফেয়ারেন্স।
advertisement
6/6
তবে এই রোগ থেকে নিস্কৃতি আপনার হাতেই। বেডরুমে টেকনোলজি ফ্রি জোন তৈরি করতে হবে। সঙ্গীর সব অভিযোগ শুনে তাঁকে প্রায়োরিটি দিতে হবে। বলছেন চিকিৎসকরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বিছানায় ঝড় তুলতে পারছেন না? স্মার্টফোনই শত্রু , বলছে গবেষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল