TRENDING:

ওয়ার্ক ফ্রম হোম করছেন? বিশ্ব করোনা-মুক্ত হওয়ার পরেও এটাই ভবিষ্যত্‍

Last Updated:
MobiKwik-এর কর্ণধার উপাসনা টুকুর কথায়, 'আমাদের অপারেশন টিম শিফট-এ কাজ করছে৷ তাই জন্য তাঁদের ওয়ার্কস্টেশন আছে৷ আমার ওঁদের সবার জন্য ল্যাপটপ ভাড়া করে দিয়েছি৷ আমাদের সিকিউটিরিট প্রটোকল দিয়ে কনফিগার করা আছে মেশিন৷ ২৪ ঘণ্টাই ওঁরা কাজ চালাচ্ছেন৷'
advertisement
1/5
ওয়ার্ক ফ্রম হোম করছেন? বিশ্ব করোনা-মুক্ত হওয়ার পরেও এটাই ভবিষ্যত্‍
করোনা ভাইরাস বাড়ছে ভারতে৷ বিশ্বের পরিস্থিতিও খারাপ৷ কর্মীদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে অনেক সংস্থাই কর্মীদের বাড়িতে বসে কাজ করতে বলেছে৷ বিশ্বের একটা বড় অংশের মানুষ মানুষই, যাঁদের সম্ভব, তাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছেন৷ কারও খারাপ লাগছে৷ কেউ আবার বেশি খুশি৷ পরিবারের সঙ্গে থাকার আনন্দে৷
advertisement
2/5
নানা অসুবিধা-সুবিধার মধ্যেও ওয়ার্ক ফ্রম হোম কিন্তু মোটের উপর ভালোই সাড়া ফেলেছে৷ বিশেষ করে, বহু কর্মীর বক্তব্য, ঠান্ডা মাথায় বাড়ির পরিবেশে কাজ করা যাচ্ছে৷ MobiKwik-এর কর্ণধার উপাসনা টুকুর কথায়, 'আমাদের অপারেশন টিম শিফট-এ কাজ করছে৷ তাই জন্য তাঁদের ওয়ার্কস্টেশন আছে৷ আমার ওঁদের সবার জন্য ল্যাপটপ ভাড়া করে দিয়েছি৷ আমাদের সিকিউটিরিট প্রটোকল দিয়ে কনফিগার করা আছে মেশিন৷ ২৪ ঘণ্টাই ওঁরা কাজ চালাচ্ছেন৷'
advertisement
3/5
অনেক কর্পোরেট অফিসই ওয়ার্ক ফ্রম হোম ব্যবহার করছে৷ এবং তাতে তাদের লাভই হচ্ছে৷ এটা কী বড় পরীক্ষা? কিছু সংস্থার কাছে এটা নতুন নয়৷ ফ্লিপকার্টের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, 'আমাদের কাছে বাড়ি থেকে কাজ বা অফিসের বাইরে থেকে কাজ করা নতুন নয়৷ আমাদের কর্মীদের ওয়ার্ক স্টেশন দেওয়া আছে৷ মিটিং করার সময় ভিডিও কনফারেন্সে করে নিই৷'
advertisement
4/5
তবে কিছু সংস্থা এই পরিবর্তনের জন্য এখনও তৈরি নয়৷ Haptik-এর অন্যতম কর্ণধার ও সিইও আকৃত বৈশ্যের কথায়, 'আগেও কিছু সংস্থা ওয়ার্ক ফ্রম হোমকে ব্যবহার করেছে৷ কিন্তু এখন যে হারে রিমোট ওয়ার্ক চলছে, এতটা আগে হয়নি৷ বাড়ি থেকে কাজ যে সব কর্মী করছেন, তাঁদের মানসিক জোর দিতে হবে সংস্থাকেই৷ তাঁরা যেন কোনও ভাবেই শাস্তি না মনে করেন৷'
advertisement
5/5
কিছু সংস্থা পার্সন-টু-পার্সন কথা বলায় জোর দিচ্ছে৷ অফিসে যেমন হয়৷ কফি টেবিলে একটু আড্ডা, ঝগড়া, আলোচনা ইত্যাদি৷ Snapdeal-এর এক আধিকারিকের কথায়, 'অফিসে আপনি একটু কফির কাপ নিয়ে আড্ডা দিলেন, জল খেতে উঠে টিম সদস্যদের সঙ্গে কথা হল৷ এর ফলে একটা অন্য রকম ভালো লাগা তৈরি হয়, যা বাড়িতে হয় না৷ করোনা ভাইরাস জোর করে বাড়ি থেকে কাজ করাচ্ছে৷ আমার মনে হয়, পরবর্তিকালে বহু সংস্থার এটাই ভবিষ্যত্ হতে চলেছে৷'
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ওয়ার্ক ফ্রম হোম করছেন? বিশ্ব করোনা-মুক্ত হওয়ার পরেও এটাই ভবিষ্যত্‍
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল