সাদা জামায় চা পড়ে দাগ লেগেছে? কয়েক সেকেন্ডে মুছে ফেলবেন কীভাবে, দেখুন
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
সহজ উপায়, হাতের কাছের জিনিস দিয়েই চটজলদি সমাধান
advertisement
1/6

• অনেক সময়েই হয় সাদা জামায় চা পড়ে দাগ লেগে যায়। হাজার কষ্টেও সে দাগ ওঠে না। কিন্তু এই কয়েকটি পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারেন, তাতে উঠতে পারে দাগ।
advertisement
2/6
• যেখানে চা পড়েছে, সেখানে একটু লেবুর রস দিয়ে সূর্যের আলোয় রেখে দিন। দেখবেন, দাগ উঠে গিয়েছে।
advertisement
3/6
• ভিনিগার ব্যবহার করতে পারেন। ভিনিগার দিয়ে সহজে চা কফির দাগ তুলে ফেলা যায়। কয়েক কাপ জলে এক চামচ ভিনিগার ঢেলে মিশিয়ে নিন। তারপর দাগের ওপর স্প্রে করুন। আস্তে কাপড়টি ঘসলেই দাগ উঠে যাবে।
advertisement
4/6
• বেকিং সোডা ব্যবহার করতে পারেন। চা বা কফির দাগ লেগে আছে যে জায়গাটিতে, সেখানটা ভিজিয়ে নিন গরম জলে। এক চামচ বেকিং সোডা দিন আর তারপর ঘসে দিন। যতক্ষণ পারবেন বেকিং সোডা ওখানে লাগিয়ে রাখুন। দাগ উঠে যাবে
advertisement
5/6
• অ্যালকোহল ব্যবহার করতে পারেন। সামান্য অ্যালকোহল নিয়ে সেটা দাগের ওপর মাখিয়ে রাখুন। তারপর টুথব্রাশ দিয়ে দাগের ওপর ঘসে দিন। দাগ উঠে যাবে।
advertisement
6/6
• কাপড়িকে ভিজিয়ে সেটায় সামান্য নুন দিন। তারপর আস্তে দাগের ওপরে ঘসতে থাকুন যতক্ষণ না দাগ পুরোপুরি যাচ্ছে।